মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯, ০৯:৫৯:৫৮

ভারতে মুসলিমদেরও সমান অধিকার, মুসলিমদের নিয়ে সরব পবন কল্যাণ

ভারতে মুসলিমদেরও সমান অধিকার, মুসলিমদের নিয়ে সরব পবন কল্যাণ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নরেন্দ্র মোদি সরকারের আমলে সংখ্যালঘু পরিস্থিতি নিয়েও সরব হয়েছে তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা ও জনসেনা পার্টির প্রধান পবন কল্যাণ।

পবন কল্যাণ বলেন, 'ভারতে মুসলিমদেরও সমান অধিকার রয়েছে। পাকিস্তানে হিন্দুদের অবস্থা জানা নেই, তবে ভারত হৃদয়ে রয়েছেন মুসলিমরা। এই কারণেই দেশের রাষ্ট্রপতি হয়েছিলেন আব্দুল কালাম এবং ক্রিকেট অধিনায়ক হয়েছিলেন মোহাম্মদ আজহারউদ্দিন।' 

অন্ধ্রপ্রদেশের কাডাপ্পা জেলায় জনসভা থেকে এসব কথা বলেন জনসেনা পার্টির প্রধান পবন কল্যাণ। এদিন তিনি ভোটের আগে যুদ্ধ নিয়ে মোদির বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তুলেছেন।

সীমান্তে যুদ্ধের আবহের মধ্যে ভোটযুদ্ধে তৎপরতা কমায়নি বিজেপি। বিজেপি সভাপতি অমিত শাহ থেকে কর্নাটকের বিজেপি নেতা ইয়েদুরাপ্পা- সীমান্তে নিরন্তর গোলাগুলিকে হাতিয়ারের সুযোগ হাতছাড়া করেননি গেরুয়া শিবিরের নেতারা। সেনার শৌর্য নিয়ে রাজনীতির অভিযোগ উঠেছে খোদ দেশটির প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও। 

দেশাত্মবোধ নিয়ে রাজনীতির জন্য পবনের সাবেক জোটসঙ্গী বিজেপিকে একহাত নিয়েছেন পবন। তিনি বলেন, 'জাতীয়তাবোধ বিজেপির সম্পত্তি নয়। ওদের থেকে দশগুণ বেশি দেশাত্মবোধ রয়েছে আমাদের মধ্যে।'  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে