বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯, ১২:৪০:৫৬

টেনশনে খাওয়া-দাওয়া ছেড়েছেন নির্বাচনী প্রচারণায় যাওয়া বাংলাদেশি অভিনেতা নুর

টেনশনে খাওয়া-দাওয়া ছেড়েছেন নির্বাচনী প্রচারণায় যাওয়া বাংলাদেশি অভিনেতা নুর

বিনোদন ডেস্ক: ভারতের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রচারে নেমে বিতর্কে জড়িয়েছেন বাংলাদেশের সুপারস্টার অভিনেতা ফেরদৌস। ইতিমধ্যে তার ভিসা বাতিল করা হয়েছে। এখানেই শেষ নয়, তাকে ব্ল্যাক লিস্টেড করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এসব দেখে টেনশনে খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনী প্রচারণায় যাওয়া আরেক বাংলাদেশি অভিনেতা গাজী আবদুন নুর।

ভারতীয় একটি গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, “আমি কিছুই জানতাম না। না জেনেই তৃণমূল কংগ্রেসের প্রচারে গিয়েছিলাম। আর তার পর থেকে এত টেনশন হচ্ছে যে কিছুই ভালো লাগছে না। সারাদিন এক কাপ কফি ছাড়া কিছুই মুখে দিইনি। ”

ক’দিন আগেই তৃণমূলের হয়ে দমদম কেন্দ্রে একটি নির্বাচনী প্রচারে অংশ নেন জনপ্রিয় টিভি সিরিয়াল ‘রানি রাসমণি’-র অভিনেতা নুর। তিনি বলেন, “আমি দক্ষিণেশ্বর গিয়েছিলাম। সেখান থেকে যাই মদনদার (মদন মিত্র) কামারহাটির বাড়িতে। মদনদার সঙ্গে আমার অনেক পুরনো সম্পর্ক। আমার মাকে বাঁচিয়েছিলেন মদনদা। দাদা, বলেছিলেন, চল একটা কাজ আছে, সেটা সেরেই তোকে নামিয়ে দেব। কিন্তু পরে গিয়ে বুঝতে পারি ওটা নির্বাচনী প্রচার ছিল। আমি কোনও প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন জানাইনি।”
বাংলাদেশের ছেলে নুর ২০১২ সাল থেকে রয়েছেন কলকাতায়। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গনজ্ঞাপন বিষয়ে এমএ পাশ করার পরে অভিনয় শুরু করেন। তিনি জানান, “এত দিন ধরে কলকাতায় আছি, বুঝতেও পারিনি কোনও দিন এমন পরিস্থিতির মুখে পড়তে হবে।” ফোনের ওপারে গলায় রীতিমতো আতঙ্কের স্বর নুরের।

রাসমণির ‘রাজচন্দ্র’ জানিয়েছেন, তিনি ইতিমধ্যেই বাংলাদেশ হাইকমিশনে গোটা বিষয়টি জানিয়েছেন। ব্যাখ্যা করে বলেছেন, তিনি জানতেনই না যে, ‘একটা কাজ’ বলে মদন মিত্র তাকে ভোটের প্রচারে নিয়ে যাবেন। তিনি জানিয়েছেন, “বাংলাদেশে রয়েছেন অসুস্থ বৃদ্ধা মা। তাকে এখনও কিছু জানাইনি। সবাই টেনশন করবে। জানি না এখন কী হবে। তবে বিশ্বাস করুন আমি সত্যিই জানতাম না ওটা ভোটের প্রচার ছিল। তা হলে যেতামই না।”

মদন মিত্রকে জানিয়েছেন? কী বললেন দাদা? উত্তরে নুর বলেন, “দাদাকে বলেছি। উনি চাপ নিতে বারণ করেছেন। যদিও খুবই চাপে আছি। খুব টেনশন হচ্ছে। কিচ্ছু ভাল লাগছে না।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে