রবিবার, ২১ এপ্রিল, ২০১৯, ০২:১৪:৩৯

বিচারক মোনালি ঠাকুরের সাথে গান গেয়ে মঞ্চ মাতালেন নোবেল

বিচারক মোনালি ঠাকুরের সাথে গান গেয়ে মঞ্চ মাতালেন নোবেল

বিনোদন ডেস্ক : কলকাতা ভিত্তিক টেলিভিশন চ্যানেল জি বাংলায় প্রচারিত রিয়ালিটি শো ‘সারেগামাপা’ অনুষ্ঠানে গান গেয়ে চমক দিচ্ছে বাংলাদেশের ছেলে মাইনুল আহসান নোবেল। এবার তিনি গাইলেন রক ব্যান্ড ‘মহীনের ঘোড়াগুলি’র জনপ্রিয় গান ‘আলোকবর্ষ দূরে’। তবে এবার নোবেল গানটি একা গাননি। তার সঙ্গে ডুয়েট করেছেন সারেগামাপায়ের বিচারক মোনালি ঠাকুর।

আর নোবেল-মোনালির গাওয়া গানে ড্রামস বাজিয়েছেন এই অনুষ্ঠানের সঞ্চালক ও অভিনেতা যীশু সেন গুপ্ত। সারেগামাপাতে গাওয়া এই গানটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সারেগামাপাতে নোবেলের গাওয়া অনেকগুলো গান বেশ জনপ্রিয় হয়েছে। বিচারকদের কাছ থেকেও ঢাকার ছেলে নোবেল বেশ ভালো ভালো মন্তব্য পেয়েছেন। নোবেল সারেগামাপাতে তার গাওয়া জেমসের কালজয়ী ‘বাবা’ গানটির মাধ্যমেই সর্বপ্রথম জনপ্রিয়তা অর্জন করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে পড়ে সেই গানটি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে