শুক্রবার, ১০ মে, ২০১৯, ০৬:০৪:৪৮

প্রকাশ পেলো সুবীর নন্দীর গেলে যাওয়া শেষ গান

প্রকাশ পেলো সুবীর নন্দীর গেলে যাওয়া শেষ গান

বিনোদন ডেস্ক : চির বিদায় নিয়েছেন বাংলা গানের কিংবদন্তি শিল্পী সুবীর নন্দীর। বুধবার (০৮ মে) রাজধানীর সবুজবাগের শ্রী শ্রী বরদেশ্বরী মহা শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। 

একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য জনপ্রিয় শিল্পী সুবীর নন্দীর ধানমণ্ডির ৩২ নম্বর বাড়ি নিয়ে গাওয়া একটি গান গত বুধবার প্রকাশ পেয়েছে। সুজন হাজংয়ের লেখা গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি।

তার শেষ গানটি ছিল- 'এখন কেমন আছে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়িটি, এখন কোথায় আছে বঙ্গবন্ধুর কালো ফ্রেমের চশমাটি, এখন কোথায় আছে বঙ্গবন্ধুর সেই ইজি চেয়ারটি।

গত ৩০ মার্চ সুমন কল্যাণের সংগীতায়োজনে মগবাজারের স্টুডিও ডি স্টেশনে কণ্ঠ দিয়েছিলেন সুবীর নন্দী। গানটি সুর করেছেন যাদু রিছিল।

গত বুধবার গীতিকার সুজন হাজংয়ের ব্যক্তিগত ইউটিউব চ্যানেল এস এইচ গ্লোবাল টিভিতে অবমুক্ত করা হয় গানটি।

সুজন জানান, ‘বঙ্গবন্ধু তুমি স্বপ্ন বাঙালির’ অ্যালবামে সার্কভুক্ত ছয় দেশের ৮ শিল্পীর কণ্ঠে সুবীর নন্দীর এই গানটি সংযোজন করার কথা ছিল। তবে সুবীর নন্দীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আগেই গানটি ইউটিউবে প্রকাশ করা হলো।

প্রসঙ্গত, মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন শিল্পী সুবীর নন্দী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে