বুধবার, ২২ মে, ২০১৯, ০২:১৯:০০

দীর্ঘ ১৫ বছর পর ক্রিকেট নিয়ে ফের গাইলেন আসিফ

দীর্ঘ ১৫ বছর পর ক্রিকেট নিয়ে ফের গাইলেন আসিফ

বিনোদন ডেস্ক : বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর সারা দেশে আলোড়ন তুলেছিল ২০০৪ সালে ‘শাবাশ বাংলাদেশ’ গানটি গেয়ে। আসছে ক্রিকেট বিশ্বকাপ। দীর্ঘ প্রায় ১৫ বছর পর ক্রিকেট নিয়ে ফের গাইলেন গানের এই যুবরাজ। যার শিরোনাম ‘প্রাণে প্রাণে আওয়াজ তোল’।

এই গানে আসিফের সঙ্গে কণ্ঠ দিয়েছেন পূজা ও ঐশ্বয্য। শ্নেহাশীষ ঘোষের কথায় গানটির সুর ও সংগীত করেছেন এমএমপি রনি। গানটির ভিডিও ধারণও শেষ হয়েছে। পরিচালনা করেছেন মাহমুদ মাহিন।

এ ব্যাপারে আসিফ আকবর বলেন, ‘১৫ বছর আগে জাতীয় ক্রিকেট দলকে নিয়ে গান করেছিলাম। দারুণ সাড়া পেয়েছিলাম। সামনে ক্রিকেট বিশ্বকাপ। এমনিতেই বাংলাদেশ ক্রিকেট উন্মাদনায় ভাসছে। এই গানটির কথা ও সুর নতুন মাত্রা দেবে বলে আমার বিশ্বাস।’

এদিকে গানটি নিয়ে আশাবাদী আরেক শিল্পী পূজা। তিনি বলেন, ‘ক্রিকেট নিয়ে আসিফ ভাইয়ের প্রথম গাওয়া গানটি সবার প্রিয়। এবার তার গাওয়া দ্বিতীয় এই গানটিতে আমরাও গেয়েছি। আশা করছি এই গানটিও বিশ্বকাপের আগে আগে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়বে।’ এদিকে জানা গেছে, আগামী ২৫ মে চেয়ারআপের অফিশিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে উঠবে গানটি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে