শুক্রবার, ০৭ জুন, ২০১৯, ১২:৪০:০৭

নারী-পুরুষ এক সঙ্গে থাকতে বিয়ে জরুরি নয়: সালমান খান

নারী-পুরুষ এক সঙ্গে থাকতে বিয়ে জরুরি নয়: সালমান খান

বিনোদন ডেস্কঃ সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনের সময় বলিউড অভিনেতা সালমান খান বলেন, নারী-পুরুষ এক সঙ্গে থাকতে গেলে বিয়ে জরুরি নয়।

সালমান বলেন, ‘বিয়ে একটি সামাজিক প্রতিষ্ঠান। সমাজকে সাক্ষী রেখে বিয়ে করেন নারী-পুরুষ। সেই সম্পর্ক ছিন্ন করতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হয়। তবে সাম্প্রতিককালে অনেক চর্চিত বিয়েই ভেঙেছে। তাই একসঙ্গে থাকতে গেলে, বিয়ে জরুরি নয়। দু’টি মানুষ যদি নিজেদের মধ্যে বন্ধুত্ব চান, একসঙ্গে জীবনযাপন করতে চান, তার জন্য বিয়ে বাধ্যতামূলক নয়।’

তিনি আরো বলেন, ‘নানা কারণে বিয়ে নামক প্রতিষ্ঠান থেকে অনেকেরই বিশ্বাস উঠে গেছে। বিয়ে এখন এক মৃতপ্রায় প্রতিষ্ঠান। তাই আমিও বিয়েতে বিশ্বাস করি না।’

উল্লেখ্য বুধবার ঈদুল ফিতরের দিনে মুক্তি পেল বহুকাঙ্ক্ষিত বলি মুভি ‘ভারত’। আর এই সিনেমা দিয়ে নিজের রেকর্ডই ভেঙে ফেললেন বলি ভাইজান সালমান খান। দেশটির ৪ হাজার ৭০০ হলে মুক্তি পেয়েছে সিনেমাটি।

গণমাধ্যমের খবর অনুযায়ী, মুক্তির প্রথম দিনেই সালমান খানের নতুন ছবি ভারত আয় করেছে ৪২.৩০ কোটি রুপি যা ২০১৯-এ বাণিজ্যিক দিক থেকে সালমান-ক্যাটরিনা জুটির এখন পর্যন্ত সেরা ছবি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে