মঙ্গলবার, ১১ জুন, ২০১৯, ০৯:৩৯:১৫

শাকিব খানের ‘পাসওয়ার্ড’ দেখে ধোকা খেল দর্শকরা

শাকিব খানের ‘পাসওয়ার্ড’ দেখে ধোকা খেল দর্শকরা

বিনোদন ডেস্ক: শাকিব খানের ‘পাসওয়ার্ড’ দেখে ধোকা খেল দর্শকরা। বিভিন্ন সময়ে বাংলাদেশে নির্মিত অসংখ্য সিনেমার বিরুদ্ধে হিন্দি, তামিল বা অন্যান্য সিনেমা থেকে নকলের অভিযোগ পাওয়া গেলেও এবার দর্শকদের অভিযোগের আঙ্গুল উঠেছে শাকিব খানের ‘পাসওয়ার্ড’ সিনেমার দিকে। দর্শকদের দাবি ‘পাসওয়ার্ড’ কোরিয়ান সিনেমা ‘দ্যা টার্গেট’ এর নকল।

সম্প্রতি ঈদে মুক্তি পাওয়া সাকিব খান অভিনীত ও মালেক আফসারী পরিচালিত পাসওয়ার্ড সিনেমাটির বিষয়ে পরিচালক এবং অভিনেতা দু’জনেই জোড় গলায় দাবি করেছিলেন পাসওয়ার্ড সিনেমার কোনো অংশ অন্য কোথাও থেকে নকল করা নয়।

এমনকি পাসওয়ার্ড সিনেমাটি অন্য কোনো সিনেমা থেকে নকল করা তা প্রমাণ করতে পারলে ১০ লাখ টাকা পুরষ্কার এবং সিনেমা ইন্ডাস্ট্রি ছেড়ে দেয়ার ঘোষণা দিয়ে দর্শকদের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলেন ছবিটির পরিচালক মালেক আফসারী।

কিন্তু পরিচালকের কথা ভুল প্রমাণ করে এবার দর্শকদের দাবি পাসওয়ার্ড সিনেমাটির সাথে কোরিয়ান নির্মাতা ‘চ্যাং’ এর নির্মিত ও ২০১৪ সালে মুক্তি প্রাপ্ত ‘দ্যা টার্গেট’ সিনেমার সাথে হুবহু মিল রয়েছে। এদিকে ‘দ্যা টার্গেট’ সিনেমাটি ‘ফ্রেড ক্যাভাইয়ে’ পরিচালিত ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ফ্রেন্স সিনেমা ‘পয়েন্ট ব্লাঙ্ক’-এর রিমেক। এছাড়াও দর্শকরা আরো দাবি করেন, পাসওয়ার্ড সিনেমার গান আর কিছু কমেডি অংশ ছাড়া ‘দ্যা টার্গেট’ সিনেমার গল্প ও দৃশ্য ধারণে পাওয়া যায় হুবহু মিল।

প্রসঙ্গত, ‘পাসওয়ার্ড’ ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন শাকিব খান ও মোহাম্মদ ইকবাল। আবদুল্লাহ জহির বাবুর চিত্রনাট্য নিয়ে নির্মিত ‘পাসওয়ার্ড’ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, মিশা সওদাগর ও অমিত হাসানসহ প্রমুখ।

এছাড়াও ছবিটি ঈদ উপলক্ষ্যে একযোগে দেশের ১৭৭টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। অপরদিকে, এই সিনেমার মধ্য দিয়ে দীর্ঘ পাঁচ বছর পর আবারও চলচ্চিত্র প্রযোজনা করছেন শাকিব খান। ‘পাসওয়ার্ড’ শিরোনামের এই সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করেছেন শবনম বুবলী। এর আগে ২০১৪ সালে তিনি প্রথম প্রযোজনা করেন বদিউল আলম খোকন পরিচালিত ‘হিরো দ্যা সুপারস্টার’। সেই ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে