শুক্রবার, ১৪ জুন, ২০১৯, ০৭:৪৮:১৪

বেদের মেয়ে জোসনা ছবির অডিওর লাভেই কোটি টাকার বাড়ি কিনেছিলেন

বেদের মেয়ে জোসনা ছবির অডিওর লাভেই কোটি টাকার বাড়ি কিনেছিলেন

বিনোদন ডেস্ক: আজ ৯ জুন ‘বেদের মেয়ে জোসনা’ ছবির মুক্তির ৩০ বছর পূর্ণ হল। ছবিটি মুক্তি পেয়েছিলো ১৯৮৯ সালের ৯ জুন। এটি বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে রেকর্ড করা ব্যবসা সফল সিনেমা। নির্মাণ করেছলেন তোজাম্মেল হক বকুল। এতে অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন এবং অঞ্জু ঘোষ। ছবিটি নির্মাণ করতে ব্যয় হয়েছিল মাত্র ২০ লাখ টাকা। কিন্তু ছবি মুক্তির পর সিনেমাটি ব্যবসা করে ২৫ কোটি টাকারও বেশি।

ছবিটি নির্মাণ করার পর সিনেমাটি চালাতে অনেক কষ্ট হয়েছিল সিনেমার পরিচালকের। কারন নায়িকা অঞ্জু ঘোষ তানা ১৯ টি ছবি ফ্লপ যাওয়ার পর ২০ নম্বর ছবিটিও ফ্লপ যেতে পারে এই আশংকায় অনেক হল মালিকরাই ছবিটি নিতে চাইছিলেন না। ঢাকার বাইরে অল্প কয়েকটি সিনেমা হলে মুক্তি পায়। চট্টগ্রামে মুক্তি পায়নি। পরিচালক আবুল কাশেমের চট্টগ্রামের সিনেমা হলগুলোতে সিনেমাটি চালানোর কথা ছিল।কিন্তু হঠাৎ করে তিনি বেঁকে বসলেন।

ইলিয়াস কাঞ্চন বলেন, মুক্তির পর প্রথম দুই দিন যারা সিনেমাটি দেখেছিলেন, তারা মুখেই এর প্রচারণা চালিয়েছিলেন। ধীরে ধীরে তা ব্যাপক আকার ধারণ করে। সিনেমাটির মুক্তির দিন আমি খুলনা ও রাজশাহীতে গিয়েছিলাম।

সিনেমাটি মুক্তির পর ২৫ কোটি টাকার ব্যবসা প্রসঙ্গে জানতে চাইলে তিনি আরও বলেন, এটার সঠিক তথ্য আমার কাছে নেই। বলাটাও মুশকিল। তবে কেমন ব্যবসা করেছে তার একটা উদাহরণ দিলেও বোঝা যাবে। সিনেমাটির মুক্তির আগেই আমরা এর গান বিক্রি করে দিতাম। অঞ্জু ঘোষের অবস্থা তখন খুব একটা ভালো নয়। টানা ১৯টি চলচ্চিত্র ফ্লপ। সিনেমা হিট হবে না ভেবে এক অডিও ব্যবসায়ী সিনেমাটির অডিও কিনেও পরে তা ফিরিয়ে দেন। পরে যিনি কিনেছিলেন তার নামটা এ মুহূর্তে মনে পড়ছে না। তিনি এই অডিওর লাভেই এক কোটি টাকার একটি বাড়ি কিনেছিলেন। আর আগের ভদ্রলোক (যিনি বুকিং দিয়েও টাকা ফিরিয়ে নিয়েছিলেন) তিনি তো প্রায় পাগল প্রায় অবস্থা। টানা ৬ মাস তিনি অসুস্থ ছিলেন। শরীর একটু ভালো হলেই শুধু বলতেন, এটা আমি কী করেছি!

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে