মঙ্গলবার, ১৮ জুন, ২০১৯, ১১:৪৫:৪৬

সব ছে‌লেমেয়েই না‌য়ক-না‌য়িকা হ‌তে চায় : শা‌কিব‌ খান

সব ছে‌লেমেয়েই না‌য়ক-না‌য়িকা হ‌তে চায় : শা‌কিব‌ খান

বিনোদন ডেস্ক: 'নায়ক-না‌য়িকা ম‌া‌নেই ভা‌লো কিছুর প্র‌তি‌নি‌‌ধিত্বকারী। সি‌নেমা দারুণভা‌বে মানু‌ষের ম‌নে প্রভাব বিস্তার ক‌রে। নায়ক-নায়িকারা যখন ভা‌লো কো‌নো চ‌রি‌ত্রে অ‌ভিনয় ক‌রে দর্শক নি‌জে‌কে তা‌দের স্থা‌নে কল্পনা ক‌রে। যুব সমাজ‌কে বদলা‌তে হ‌লে ভা‌লো চল‌চ্চিত্র প্র‌য়োজন। সব ছে‌লেমে‌য়েই কিন্তু নায়ক-না‌য়িকা হ‌তে চায়। যত‌দিন চল‌চ্চিত্র থাকবে তত‌দিন চল‌চ্চিত্র সুন্দর সমাজ গঠ‌নে ভূ‌মিকা রাখ‌বে।'

কথাগু‌লো বল‌ছি‌লেন ঢাকাই সি‌নেমার নাম্বার ওয়ান নায়ক শা‌কিব খান।‌ সোমবার সন্ধ্যায় ঢাকা ক্লা‌বে 'ম‌নের ম‌তো মানুষ পাইলাম না' সি‌নেমার মহর‌তে সি‌নেমা নি‌য়ে বল‌তে গি‌য়ে এসব ব‌লেন শা‌কিব খান।‌ তি‌নি আরও ব‌লেন, 'দে‌শের যুব সমাজ‌কে এ‌গি‌য়ে নি‌তে মাদ‌কের বিরু‌দ্ধে যুদ্ধ ঘোষণা ক‌রে‌ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাদ‌কের আ‌ধিপত্য ক‌মে গে‌ছে। এমন উ‌দ্যো‌গের পাশাপা‌শি ভা‌লো সি‌নেমাও যুব সমাজ‌কে ভা‌লো পথ দেখা‌বে।'

শাকিব খান আরও ব‌লেন, 'আন‌ন্দের ব্যাপার হ‌লো আমা‌দের ছ‌বির প্র‌যোজক একজন যুব‌নেতা। দে‌শের যুব সমাজ‌কে গড়‌তে তি‌নি চল‌চ্চি‌ত্র প্র‌যোজনা কর‌ছেন।'
নতুন সি‌নেমা প্রস‌ঙ্গে শা‌কিব খান ব‌লেন, 'ম‌নের মানুষ পাইলাম না' এটা পা‌রিবারিক ছবি, দেশ প্রে‌মের ছ‌বি, ভা‌লোবাসার ছ‌বি, যুব সমাজ‌কে গড়ার ছ‌বি। আমা‌দের ছ‌বির নির্মাতা জা‌কির হো‌সেন রাজু গুণী একজন নির্মাতা। উনার ছ‌বি‌তে অ‌ভিনয় ক‌রে প্রথম জাতীয় চল‌চ্চিত্র পুরস্কার পে‌য়ে‌ছি আ‌মি। এই ছ‌বি‌টিও এক‌টি ভা‌লো ছ‌বি হ‌বে ব‌লেই আমার বিশ্বাস।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে