শুক্রবার, ০৫ জুলাই, ২০১৯, ০৪:৪৬:৫২

এবার প্রতারণা মামলায় হৃতিক রোশন!

এবার প্রতারণা মামলায় হৃতিক রোশন!

বিনোদন ডেস্ক: বিতর্ক যেন পিছু ছাড়ছে না বলিউড অভিনেতা হৃতিক রোশনের। কঙ্গনা রানাউতের সঙ্গে তার টানাপড়েনের জের এখনো আছে। পারিবারিক ঝামেলায় তার বিরুদ্ধে চলে গেছেন নিজের বোন সুনয়নাও। এসবের মধ্যেই এবার প্রতারণার মামলায় নাম জড়াল হৃতিকের।

কাল্ট.ফিট শরীরচর্চা কেন্দ্রের বিরুদ্ধে ভুয়া প্রতিশ্রুতির অভিযোগে দায়ের হওয়া মামলায় ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসেবে হৃতিকের নাম জড়িয়েছে। তার নামে প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে হায়দরাবাদ পুলিশে। মামলা ঠুকেছেন শশীকান্ত নামের এক হায়দরাবাদবাসী। শশী জানান, তিনি কাল্ট.ফিট হেলথ কেয়ারে যোগ দিয়েছেন গতবছর। হৃতিক রোশন এই জিম চেনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর।

কিন্তু এ জিমের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ আছে শশীকান্তের। প্রথমত: তার অভিযোগ, একটা গোটা বছরের হিসাবে ছাড় দিয়ে তাকে ১৭,৪৯০ রূপি দিতে বলা হয়েছিল। তার বিনিময়ে তিনি যতখুশি জিম করতে পারবেন বলে প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সেটা পাননি।

তাছাড়া, এ জিমে নাকি আগে থেকে নাম নথিভুক্ত করা হলেও পছন্দসই স্লট পাওয়া যায় না। কারণ সর্বোচ্চ যতজনকে পরিষেবা দেওয়া যায়, সেই পরিকাঠামো ছাপিয়ে অতিরিক্ত ব্যবহারকারীকে সময় দেওয়ার ফলে যে গুণমানের পরিষেবা পাওয়ার কথা, তা পাওয়া যায় না।এছাড়াও কেন্দ্রটির কর্মীদের ব্যবহারও নাকি খারাপ।

জিমটির বিরুদ্ধে শশীকান্তের আরো অভিযোগ, বিজ্ঞাপনে যেমন বলা হয়েছে, কেন্দ্রটি সেরকম ট্রেনিং দেয়নি। তাই কোম্পানি কর্তৃপক্ষ এবং এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হৃতিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন তিনি। এ অভিযোগের ভিত্তিতেই ভারতীয় দণ্ডবিধির ৪২০ (প্রতারণা) ও ৪০৬ (অপরাধমূলক বিশ্বাসভঙ্গ) ধারায় হৃতিক রোশন এবং সংস্থার তিন আধিকারিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে হায়দরাবাদ পুলিশ।

তবে কাল্ট.ফিট শশীকান্তের বিরুদ্ধে উল্টো অভিযোগ করে বলেছে, সংস্থার কর্মীদের সঙ্গে তিনি অভব্য আচরণ করেছেন। সেইসঙ্গে, অন্যায়ভাবে হৃতিক রোশনকে বিষয়টিতে জড়ানোর কারণেও শশীর বিরুদ্ধে অভিযোগ করেছে কাল্ট.ফিট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে