শনিবার, ০৬ জুলাই, ২০১৯, ০১:৩৭:১৫

দ্বিতীয় রানারআপের খবর ভুয়া: নোবেল

দ্বিতীয় রানারআপের খবর ভুয়া: নোবেল

বিনোদন ডেস্ক: জনপ্রিয় সংগীতবিষয়ক প্রতিযোগিতা ‘সারেগামাপা’য় দ্বিতীয় রানারআপ অর্থাৎ তৃতীয় হয়েছেন ঢাকার ছেলে মঈনুল আহসান নোবেল। এমন সংবাদ জানা র পর ক্ষুব্ধ নোবেল ভক্তরা।

তবে নোবেল জানিয়েছেন, ‘এ ব্যাপারে আমি কিছুই জানি না, বলতেও চাই না। এখনো ফাইনাল পর্বের শুটিং হয়নি। টিভিতে প্রচার হবে ২৮ জুলাই। তার আগে শুটিং হবে। তখন তো জানতেই পারবেন সবকিছু।’ রাজধানীর সোনারগাঁ ডিজিটাল স্ট্রিমিং প্লাটফর্ম ‘জি-ফাইভ’-এর বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন নোবেল। অনুষ্ঠান শেষে একথা জানান তিনি।

এছাড়া একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের সাক্ষাত্কারেও নোবেল বলেছেন, ‘ফাইনালের এখনো শুটিংই হয়নি।’ এই ভিডিওটি নিয়েও বেশ আলোচনা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে