শনিবার, ০৬ জুলাই, ২০১৯, ০৭:১৮:৩৪

‘প্রেমিকাকে চড় মারার অধিকার না থাকলে সেটা প্রেমই নয়’

‘প্রেমিকাকে চড় মারার অধিকার না থাকলে সেটা প্রেমই নয়’

বিনোদন ডেস্ক : ১৪ দিনে ২০০ কোটি উপর ব্যবসা করে ফেলেছে 'কবীর সিং'। যত দিন যাচ্ছে বিতর্ক আর 'কবীর সিং' যেন সমার্থক হয়ে উঠেছে। যে পদ্ধতিতে গল্পের নায়ক কবীর একটি মেয়েকে পেতে চায় বা ডাক্তার হিসাবে নেশাগ্রস্ত অবস্থায় যা যা করে—এ সব কিছু নিয়ে মুক্তির দিন থেকেই প্রশ্নের মুখে পড়েছিল ছবিটি। 

ভালবাসা কি জোর করে হয়? ভালবেসে কাউকে না পেলে নির্দ্বিধায় চড় মারা যায় তাকে? এ সব প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল নেটিজেনদের মনে। ‘টু বি’ অর ‘নট টু বি'-এর অদ্ভুত মিশেলে মাখা ছবিটির পরিচালক আরও একবার বিতর্কের শিরোনামে। সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে ছবিটিকে কেন্দ্র করে গড়ে ওঠা নানান বিতর্কের জবাব দিতে গিয়ে বেকায়দা মন্তব্য করে বসলেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। 

ওই অনুষ্ঠানে তিনি বলেন, “আপনি যদি আপনার ভালোবাসার মানুষটিকে অন্তর থেকে ভালবাসেন, সে ক্ষেত্রে আপনার ও আপনার পার্টনারের একে অপরকে চড় মারার অধিকার রয়েছে। এতে দোষের কিছু নেই। আপনি পুরুষ হলেও আপনার সেই অধিকার রয়েছে।”

ছবিটির একটি দৃশ্য উল্লেখ করে তাঁর বক্তব্য, “প্রীতি কবীরকে চড় মারতে পারলে কবীর-এর ও অধিকার রয়েছে তাকে চড় মারার। যে সম্পর্কে প্রেমিকাকে চড় মারারও অধিকার নেই, চুমু খাওয়ার অধিকার নেই, ছোঁয়ার অধিকার নেই আমি মনে করি সে সম্পর্ক আবেগহীন, নিষ্প্রাণ।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে