শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫, ০৮:১০:১৬

এশিয়ান ওম্যান তালিকার দুইয়ে দীপিকা ও তিনে প্রিয়ঙ্কা

এশিয়ান ওম্যান তালিকার দুইয়ে দীপিকা ও তিনে প্রিয়ঙ্কা

বিনোদন ডেস্ক : সেলিব্রেটিদের মধ্যে কে কতো বেশি জনপ্রিয় তা এখন স্যোসাল মিডিয়ায় তাদের ফলোয়ারের সংখ্যা থেকে অনেকটা মাপা যায়। বলা ভাল, স্যোসাল মিডিয়ায় যার যত বেশি ফলোয়ার সে তত বড় সেলিব্রেটি। ট্যুইটারে ফলোয়ারের বিচারে এশিয়ার প্রথম তিনজন নারী সেলিব্রেটির নাম জানেন কি? ১। অ্যাগনেজ মো, ২। দীপিকা পাডুকোন এবং ৩। প্রিয়ঙ্কা চোপড়া। প্রথম জনকে বাদ দিয়ে বাকি দু’জনকে আমরা কে না চিনি! কারণ, দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা দু’জনই ভারতীয় এবং বলিউড অভিনেত্রী। প্রিয়ঙ্কার অবশ্য আর একটা পরিচয় আছে, সে প্রাক্তন মিস ওয়ার্ল্ড। সম্প্রতি কোয়ান্টিকোয় অভিনয়ের মাধ্যমে তিনি এখন সবচেয়ে চর্চিত ভারতীয় অভিনেত্রীদের একজন। আর দীপিকা! তিনি যে ছবিতেই অভিনয় করেন, যে কোনও ধরণের চরিত্রেই তিনি সফল। প্রথম স্থানে থাকা অ্যাগনেজ মো ইন্দোনেশিয়ার একজন গায়িকা-অভিনেত্রী। ট্যুইটারে ফলোয়ারের বিচারে হলিউড অভিনেত্রীদের এখনও টেক্কা না দেওয়া গেলেও বলিউড একেবারেই পিছিয়ে নেই। ট্যুইটারে মোস্ট ফলোড এশিয়ান ওম্যান-এর তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দীপিকা পাডুকোনের ফলোয়ারের সংখ্যা ১২.৫ মিলিয়ন। তৃতীয় স্থানে থাকা প্রিয়ঙ্কার ফলোয়ারের সংখ্যা ১২ মিলিয়ন। আশা করি খুব তাড়াতাড়ি সংখ্যাটা দ্বিগুন হয়ে যাবে এই দুই নায়িকার। অনেক শুভেচ্ছা রইল দু’জনের জন্য। ১৮ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে