শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫, ০৪:৫৫:৫৪

‘শাহরুখ বলেছেন, এটা আমার সারা জীবনের সম্পদ’

‘শাহরুখ বলেছেন, এটা আমার সারা জীবনের সম্পদ’

বিনোদন ডেস্ক : কথাগুলো বললেন অন্তরা মিত্র। ‘দিলওয়ালে’ ছবির হিট গান ‘গেরুয়া’–তে কণ্ঠ দিয়েছেন ইন্ডিয়ান আইডল ২ থেকে উঠে আসা কলকাতার এই গায়িকা। ‘রাজে কি দিল সি নিকলি হ্যায় দুয়া/ রঙ দে মুঝে গেরুয়া’— ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ‘দিলওয়ালে’ ছবির এই গান। ইউ টিউবে এই গান প্রকাশ হওয়া মাত্র আধঘণ্টার মধ্যেই সাত লক্ষেরও বেশি লাইক পেয়ে গিয়েছিল এই গান। ছবিতে শাহরুখ ও কাজলের লিপে থাকা এই গানটি গেয়েছেন অরিজিৎ সিংহ ও অন্তরা মিত্র। ‘ইন্ডিয়ান আইডল ২’ থেকে উত্থান অন্তরার। সেই একই আসর থেকে উঠে এসেছেন মোনালি ঠাকুরও। এর আগে ‘আর-রাজকুমার’ ছবির ‘শাড়ি কে ফল’ গানটিও গেয়েছিলেন কলকাতার মেয়ে অন্তরা। গেয়েছেন বাংলা ছবি ‘অভিশপ্ত নাইটি’ ও ‘যোদ্ধা’ ছবিতেও। কিন্তু কাজলের লিপে গান গাইতে পেরে স্বাভাবিকভাবেই বেশ উচ্ছ্বসিত অন্তরা। সেই উচ্ছ্বাস প্রকাশ পাচ্ছিল তার কথাতেও। ‘সেটা ছিল ১৯৯৮। আমি তখন স্কুলে পড়ি। সেই সময়েই মুক্তি পেয়েছিল কাজলের ‘কুছ কুছ হোতা হ্যায়’। ছবিটা দেখার সঙ্গে সঙ্গেই ফ্যান হয়ে গিয়েছিলাম কাজলের। ওর মতো ছোট করে চুল কেটেছিলাম, মাথায় রঙ-বেরঙের হেয়ার ব্যান্ড পরতাম। মনে মনে আমি তখন আর ‘অঞ্জলি’’, বলছিলেন অন্তরা। বলছিলেন, ‘যেদিন থেকে সিনেমায় গান গাইব বলে মুম্বাইতে এসেছি, সেদিন থেকেই ইচ্ছে ছিল কাজলের এবং মাধুরীর লিপে গান গাইব। লড়াইটা করতে করতেই কেটে গিয়েছে নয় বছর। তার মধ্যে ধীরে ধীরে কাজল সরে গিয়েছিলেন সিনেমা থেকে। ভেবেছিলাম আমার ইচ্ছেটা স্বপ্নই থেকে যাবে। হঠাৎই সেটা বাস্তব হয়ে গেল। এখনও ভাবছি এটা কি সত্যিই বাস্তব, নাকি স্বপ্ন!’ এই সাফল্যর জন্য অবশ্য অন্তরা পুরো কৃতিত্বই দিচ্ছেন গানের সুরকার প্রীতম চক্রবর্তীকে। বললেন, ‘দাদা না থাকলে এটা সম্ভব হত না। দাদাই মুম্বাইতে আমার মেন্টর। শুধু আমি নয়, অরিজিৎও দাদার স্নেহের ছায়ায় নিজেকে প্রকাশ করতে পেরেছে। আজ আমি বা অরিজিৎ যে জায়গায় পৌঁছেছি, তা দাদারই জন্য।’ কিন্তু শাহরুখ বা কাজল কী বললেন অন্তরার গান শুনে? ‘কাজল খুব খুঁতখুঁতে। সহজে কারও প্রশংসা করেন না। কাজেই ওর কাছ থেকে তেমন কোনও মন্তব্য পাইনি। তবে শাহরুখ বলেছেন, আমার বা কাজলের যা বয়স তাতে এটাই হয়ত কাজলের সঙ্গে আমার শেষ রোমান্টিক ছবি। সেই শেষ ছবিতে তুমি গান গেয়েছো। এটা তোমার সারা জীবনের সম্পদ হয়ে থাকবে।’ প্রসঙ্গত উল্লেখ্য, আইসল্যান্ডে শুটিং হওয়া এই ‘গেরুয়া’ গানটির কথা অমিতাভ ভট্টাচার্যর এবং তাতে সুর দিয়েছেন আগেই বলা হয়েছে, প্রীতম চক্রবর্তী। কাজেই এই গানের সাফল্যর সঙ্গে সঙ্গে প্রতিদ্বন্দ্বী ‘বাজিরাও মস্তানি’–র ‘পিঙ্গা’ গানকে হারিয়ে লড়াইয়ের প্রথম পর্বে শাহরুখ-কাজলের ‘দিলওয়ালে’–কে যে জয় এনে দিল বঙ্গ ব্রিগেড তা বলাই বাহুল্য। সূত্র : আজকাল ১৯ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে