শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫, ০৩:১৭:০৯

চলে গেলো ক্ষণজন্মা সেই গানের মেয়েটি

চলে গেলো ক্ষণজন্মা সেই গানের মেয়েটি

বিনোদন ডেস্ক : খেয়ালি কর্মকারের জীবন সবেমাত্র শুরু হয়েছিল। গানকে ভালোবাসেন, সেই ভালোবাসা থেকেই হয়েছেন তিনি চ্যানেল আই সেরাকণ্ঠ। এই প্রেরণায় গান নিয়ে অনেক দূর যাওয়ার স্বপ্ন ছিলো মেয়েটির। কিন্তু তা আর হলো কই? মৃত্যুদূত যে এর আগেই তাকে থামিয়ে দিল! শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ক্ষণজন্মা এই কণ্ঠশিল্পী। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৬ই ডিসেম্বর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন খেয়ালি। এরপর তাকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে নেয়া হয়। সেখানে খেয়ালির শারীরিক অবস্থার অবনতি হয়। অন্য কোথাও স্থানান্তর করার পরিকল্পনা চললেও ১৮ ডিসেম্বর দুপুরে খেয়ালি মৃত্যুর কোলে ঢলে পড়েন। চিকিৎসকরা জানান, খেয়ালি স্ট্রোক করেছিলেন। উল্লেখ্য, ২০১০ সালে ‘চ্যানেল আই-সেরাকণ্ঠ’ প্রতিযোগিতার মাধ্যমে সংগীতাঙ্গনে পা রেখেছিলেন খেয়ালি। ওই আয়োজনে দ্বিতীয় রানার আপ হয়েছিলেন তিনি। এরপর একক অ্যালবাম না করলেও তিনি গেয়েছেন একাধিক মিশ্র অ্যালবামে। মুন্সীগঞ্জের মেয়ে খেয়ালি কর্মকার। মাত্র চার বছর বয়স থেকে গানের দীক্ষা শুরু হয়েছিল। তার গানের ওস্তাদ বাবা গৌরাঙ্গ কর্মকার। ছোটবেলা থেকেই গানের প্রতি আগ্রহের কারণে ছায়ানটেও ভর্তি হন খেয়ালি। ১৯ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে