সোমবার, ০৫ আগস্ট, ২০১৯, ০৭:৫২:৫৩

কাশ্মিরে বাতিল ৩৭০ ধারা, যা বললেন বলিউড তারকারা

কাশ্মিরে বাতিল ৩৭০ ধারা, যা বললেন বলিউড তারকারা

বিনোদন ডেস্ক : সোমবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহারের প্রস্তাব দিলেন। এরই সঙ্গে জম্মু-কাশ্মীরকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আর এই মর্মেই টুইটারে প্রতিক্রিয়া জানালেন বলিউডের তারকারা। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই সোশাল মিডিয়ায় নিজেদের মতামত দিলেন দিয়া মির্জা, বিক্রান্ত মেসি, জাইরা ওয়াসিম, রবীনা ট্যান্ডনের মতো সেলিব্রিটিরা।

টুইটারে দিয়া মির্জা লিখেছেন, ‘কাশ্মীরের সঙ্গে রয়েছি। শান্তির জন্য প্রাথর্না করছি। জাইরা ওয়াসিম বলেছেন, এটাও কেটে যাবে! কাশ্মীর।’

টুইটের তালিকায় রয়েছেন পরেশ রাওয়াল, বিবেক অগ্নিহোত্রীরা। পরেশ রাওয়াল লিখেছেন, আজকে সত্যি করেই মাতৃভূমির স্বাধীনতা দিবস। সত্যি অবিচ্ছেদ্য ভারত হল এতদিনে। জয় হিন্দ!

রিচা চান্ডা লিখেছেন, রাজনীতিতে যা কিছু ঘটুক না কেন রক্তপাত নয়, ইন্দ্রিয়কে প্রাধান্য দিন। আমরা সবাই এক, ভারতীয়। আমরা শান্তিপূর্ণ মানুষ। আমরা করুণায় বিশ্বাস করি, জবরদস্তিতে নয়। জয় হিন্দ!

বিবেক ওবেরয় লেখেন, অখন্ড ভারতের স্বপ্ন নিয়ে শহীদ হওয়া সমস্ত সাহসী সেনার প্রতি এটিই সর্বশ্রেষ্ট শ্রদ্ধাঞ্জলী। হ্যাটস অফ অফ মোদিজী ও অমিতজী।আপনাদেরকে প্রত্যেক দেশপ্রেমিক ভারতীয়ের হৃদয় থেকে ধন্যবাদ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে