শাহরুখের ছবি দেখতে অন্যকে বাধা দেবেন না : বিজেপি সাংসদ
বিনোদন ডেস্ক : বলিউড তারকা শাহরুখ খান-অভিনীত ‘দিলওয়ালে’-র প্রদর্শন নিয়ে ভারতের বিভিন্ন প্রান্তে শুরু হওয়া বিশৃঙ্খলা নিয়ে মুখ খুললেন আরেক বলিউড অভিনেতা পরেশ রাওয়াল।
দিলওয়ালের স্ক্রিনিংয়ে যাতে কোনও বাধা না দেওয়া হয়, সে জন্য ভক্তদের উদ্দেশ্যে অনুরোধ করলেন বিজেপির এই তারকা সাংসদ পরেশ রাওয়াল। এদিন ট্যুইটারে ৬৫ বছরের বলিউড অভিনেতা লেখেন, যদি কারও সমস্যা থাকে তো শাহরুখের ছবি দেখবেন না। কিন্তু, অন্যদের বাধা দেবেন না। এটা অগণতান্ত্রিক। তিনি আরও লেখেন, একটা ছবি নির্মাণে একজন নয়, কয়েক’শ মানুষের অবদান রয়েছে। তাই প্রদর্শন ভণ্ডুল করাটা অনৈতিক।
ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে শাহরুখ খানের মন্তব্যের জেরে অভিনেতাকে আক্রমণ শুরু করে কিছু সংগঠন। শাহরুখকে ‘দেশদ্রোহী’ বলতেও ছাড়েনি তারা। পরে, শাহরুখ নিজের মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেন। কিন্তু, এখন শাহরুখের ছবি মুক্তি পেতেই ফের মাথাচাড়া দিয়েছে তারা। ভারতের বিভিন্ন শহরে ছবির বিরুদ্ধে চলেছে বিক্ষোভ প্রদর্শন। যেসব সিনেমা-হলে ‘দিলওয়ালে’ মুক্তি পেয়েছে, সেখানেও শো-বন্ধ করার হুমকি দিয়েছে কয়েকটি সংগঠন।
২০ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস
�