রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫, ০১:৫৮:১২

মাফিয়ার প্রেমিকা

মাফিয়ার প্রেমিকা

বিনোদন ডেস্ক : মাফিয়ার প্রেমিকা কিংবা খুনির বউ বা সঙ্গিনী এদের দেখে আমরা অবাক হই, খবর পড়ে শিউরে উঠি— অন্যায়ের সঙ্গে ঘর করছে কী ভাবে? গ্যাংস্টার ও মিষ্টি মেয়ে। ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই দোবারা’ ছবির দৃশ্য। সাধারণ বাঙালি মেয়ের কেমন প্রেমিক পছন্দ? এট্টু গদগদ, দেরি করে আসার জন্য যাকে ইচ্ছেমত দাবড়ানো যায়, এবং অবশ্যই যার পকেটে হাত পুরলেই হাফ ডজন ডেবিট আর ক্রেডিট কার্ডের চৌকোনা অস্তিত্বের হদিশ মেলে। মোদ্দা কথা, বিয়ের পর একটা থ্রি বিএইচকে ফ্ল্যাট, একটা হ্যাচব্যাক, বছরে এক বার সিঙ্গাপুর: এই আয়েসটাকে নিশ্চিত করতে সবাই চায়। কিন্তু রোজ বিকেলে কফির কাপ হাতে তুলে দেওয়া প্রেমিকপুরুষটি যদি এক জন সন্ত্রাসবাদী হয়? কিংবা জ্বরের সময় রাত জেগে জলপট্টি দেওয়া মানুষটি যদি হয় সিরিয়াল কিলার? শুনলেই বুক ধড়াস। বোমা-বন্দুকের সঙ্গে যাদের নিত্য ওঠাবসা, তাদের জীবনেও রোমান্স? কারা হয় এদের গার্লফ্রেন্ড? ‘হ্যাঁ’ বলার সময় কি সেই মেয়েদের মাথায় পিস্তল ঠেকানো থাকে? বাস্তবটা কিন্তু মোটেই এমন ভয়-থরথর গপ্পো হয় না। একদা ডি-কোম্পানির ডান হাত আবু সালেমের কথাই ধরা যাক। মোনিকা বেদীর সঙ্গে তার সম্পর্ক নাকি আর পাঁচটা সাধারণ মানুষের মতোই ছিল। মোনিকার ব্যাপারে ভীষণ পজেসিভ, আবার মোনিকাকে যোগ্য সম্মান দিতেও কসুর করত না সে। অনেক খুনের রক্ত তার হাতে। অথচ মোনিকার চোখে সে-ই আবার লোকের বিপদে-আপদে হাত বাড়িয়ে দেওয়া এক দয়ালু পুরুষ। এক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে এই কথাই জানিয়েছিল মোনিকা। তার সঙ্গে আবু সালেমের দেখা হওয়াটাও একেবারে হঠাৎই। মোনিকা তখন সালেমের নামও জানত না। জানবেই বা কী করে? মোনিকার জন্ম পঞ্জাবে, কিন্তু ছোটবেলা তো নরওয়েতে। এক বার ছুটি কাটাতে সে এল ভারতে। ছোট থেকেই এ দেশের ক্লাসিকাল ডান্স তাকে বেজায় টানে। সুতরাং, ওই সময়ই নাচের ক্লাসে ভর্তি, এবং শিক্ষার শুরু। স্টেজ পারফরমেন্স-এর টুকটাক অফারও আসতে লাগল। কিন্তু দিনগুলো পালটে গেল একটামাত্র ফোনের পর। দুবাই থেকে আসা ফোন। অচেনা গলা। জানাল, দুবাইয়ে সে একটা অনুষ্ঠানের আয়োজন করছে। মেয়েটি যেন অংশ নেয়। তার পর ফোনেই এগোল পরিচয়, ফোনেই কথাবার্তা। দুবাইয়ে পরিচয়ও হল মানুষটির সঙ্গে। নাম, আরসালান আলি। তার ডাকে মেয়েটির তখন দু’বার দুবাই ঘোরা হয়ে গিয়েছে। এ বার সে তৃতীয় বারের জন্য দুবাই যাবে। আর জানতে পারবে সেই মানুষটির একটা অন্য পরিচয়। আসল পরিচয়। গ্যাংস্টার আবু সালেম। যার মাথার ওপর ঝুলছে ’৯৩ সালের মুম্বই বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগ। প্রেমিক সালেম কিন্তু জানাল, সব কালো অতীত মুছে ফেলার জন্য সে তৈরি। ঝকঝকে নতুন একটা জীবন শুরু করতে চায় সে। মোনিকা তত দিনে গ্যাংস্টারের প্রেমে হাবুডুবু। তাদের সম্পর্কটা আদৌ ‘টাইম পাস’-মার্কা ছিল না। দুজনেই রীতিমত সিরিয়াস। কিন্তু পরবর্তী জীবনে হাজার চেষ্টাতেও অতীত নাকি পিছু ছাড়েনি সালেমের। আর তখন থেকেই মোনিকার আলাদা থাকার ভাবনা-চিন্তার শুরু। নিহিতার প্রেমিক আবার ভারী রংদার মানুষ। রীতিমত তারকা। ঝকঝকে ব্যক্তিত্ব, একাধিক ভাষায় সড়গড়, আর উওম্যানাইজার তো বটেই। চার্লস শোভরাজ। এ দিকে প্রায় দু’ডজন খুনের অভিযোগ তার নামে। বেশির ভাগ শিকারই দক্ষিণ-পূর্ব এশিয়ায় ঘুরতে আসা পশ্চিমি পর্যটক। গপ্পোটা প্রায় এক। বন্ধুত্ব, ড্রাগ, লুঠপাট। অথবা বন্ধুত্ব, ড্রাগ, খুন। পাসপোর্ট জালিয়াতি, ছিনতাই-সহ অন্য অপরাধের তালিকা না হয় বাদই রইল। শোভরাজ নিজে তখন তারিয়ে তারিয়ে উপভোগ করছে কুখ্যাতিটুকু। চড়া দর হাঁকছে নিজের ইন্টারভিউ আর ছবির স্বত্বের জন্য। কিন্তু সত্তর-আশির দশক কাঁপিয়ে দেওয়া এ হেন শোভরাজকে ‘অপরাধী’ দাগিয়ে দেওয়া বিলকুল না-পসন্দ নিহিতার। ভারী ভাল মানুষ সে, বলেছে নিহিতা। তাই সে আজও লড়ছে প্রেমিকের মুক্তির জন্য। নেপালের জেলে ২০০৮ সালে নাকি আংটি বদল হয়েছে তাদের। আসল অনুষ্ঠানটা হবে সেই দিন, যে দিন ‘বিকিনি কিলার’ জেল থেকে বেরোবে। জেলেই তো তাদের পরিচয়। শোভরাজ তখন সেখানকার পাকাপাকি বাসিন্দা। আর নিহিতা এসেছিল তার দোভাষী হয়ে। তার পর একদম বলিউড-মার্কা লাভস্টোরি। চার চোখের মিলন, লাভ অ্যাট ফার্স্ট সাইট। জেলরক্ষীদের কৌতূহলী চাউনি আর ভিজিটিং রুমে প্রবল চেঁচামেচির মধ্যেই তরতরিয়ে এগোল প্রেম। সেখানে কোথাও শোভরাজের সিরিয়াল কিলিং-এর ছায়ামাত্র পড়ল না। শোভরাজ তখন ৬৪, আর নিহিতা ২০। এই মেয়েরা অন্যায়ের সঙ্গে ঘর করেছে। সংসারের নিরাপদ আশ্রয় ছেড়ে একটা বেয়াড়া, লোমখাড়া করা জীবন বেছে নিয়েছে। তার পর ভুলের মাশুল দিতে দিতে আর সমঝোতা করতে করতে যখন দেওয়ালে পিঠ, পুলিশের জেরা, সমাজের ঘেন্না-মাখা চোখ, তখন তারা সেই সমাজের কাছেই ফিরে এসেছে। স্বাভাবিক জীবনের খোঁজে। কিন্তু গ্যাংস্টারের হাত ধরা, সিরিয়াল কিলারের সঙ্গে গোপন সম্পর্ক করা অথবা সন্ত্রাসবাদীকে প্রথম চুমু খাওয়া মেয়েগুলোর সেই খোঁজ এখনও শেষ হয়নি, হয়তো ভবিষ্যতেও হবে না। এদের পরিণতি অনেকটাই ‘গ্যাংস্টার’ ছবির সিমরনের মতো। যাদের সুস্থ জীবনে ফেরার স্বপ্নটাকে ব্যবহার করা যায়, তার সঙ্গীকে ধরার ফাঁদ হিসেবে। কিন্তু একেবারে সব অতীত মুছে ক্ষমাঘেন্না করে দেওয়া যায় না। মোনিকা বেদীও পারেনি অন্ধকার জগতের ছায়া থেকে সম্পূর্ণ সরে এসে নিজের কেরিয়ারটাকে আরও এক বার গুছিয়ে নিতে। জেল থেকে ফিরে যত বারই সেই চেষ্টা করেছে, কিছু ফিসফিস, বিশ্রী মন্তব্য তার দিকে উড়ে এসেছে। নিহিতার দিকেও যেমন এক টিভি-অনুষ্ঠানে ছুটে এসেছিল প্রশ্ন, শোভরাজের সঙ্গে (---) হয়েছে নাকি তার? আজও দাউদের প্রসঙ্গ উঠলে তার বলিউডি গার্লফ্রেন্ডের প্রসঙ্গও টুক করে হাওয়ায় উড়িয়ে দেওয়া হয়। অথচ, মন্দাকিনী নিজে বার বার ‘ডন’-এর সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেছেন। দুবাইয়ে শো করার সময় দাউদের সঙ্গে তাঁর সামান্য কুশল বিনিময় ছাড়া কোনও সম্পর্কই কোনও কালে ছিল না, জোর দিয়ে জানিয়েছেন। তবু রগরগে আলোচনা থেকে মুক্তি পাননি। লোকে তাঁকে মনে রেখেছে ‘রাম তেরি গঙ্গা মইলি’-র জন্য। আর মনে রেখেছে দাউদ ইব্রাহিমের ‘গার্লফ্রেন্ড’, ‘বউ’, ‘এক সন্তানের মা’ হওয়ার জন্যও। ২০ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে