৪৩ বছর পর ইরাক পেল সবুজ চোখের জাতীয় সুন্দরী
বিনোদন ডেস্ক : রক্তে ধোয়া রণাঙ্গনে ফুল ফুটল। উনিশশো বাহাত্তরের পর প্রথমবার, ইরাক পেল তার জাতীয় সুন্দরী। নতুন মিস ইরাক সবুজ চোখের শায়মা। ১৯৭২-এর সুন্দরী প্রতিযোগিতা, ৪৩ বছর পর ২০১৫-র সুন্দরী প্রতিযোগিতা। জিনিউজের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
মাঝের চার দশকের অন্য ইতিহাস। তখন ছিল ইরাক জুড়ে সাদ্দাম সরকারের শ্বাসন আমল। দু-দুবার উপসাগরীয় যুদ্ধ। আইসিস তথা আইএসের উত্থান। আরব সংস্কৃতির মরুদ্যানকে গিলে খেল জঙ্গিবাহিনী। সেই মরুভূমেই আবার সবুজের ছোঁয়া। ফতোয়া অগ্রাহ্য করেই সাহস দেখান ওরা কয়েকজন। সুইম শ্যুট ইভেন্ট নেই। ককটেল পার্টিও নেই। মাপকাঠি শুধু স্মার্টনেস, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্ত্বা। এবং অবশ্যই পুরস্কারের টাকায় কী করতে চান, তার পরিকল্পনা। বাগদাদের অভিজাত হোটেলের বলরুমে হলো ফলাফল ঘোষণা। সকলকে পিছনে ফেলে সেরার শিরোপা জিতে নিলেন কিরকুকের কুড়ি বছরের সুন্দরী। সবুজ চোখের শায়মা আবদেলরাহমানাস। পুরস্কারের টাকায়, শরণার্থী শিবিরে শিক্ষা অভিযান চালাবেন জানিয়েছেন শায়মা। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেবেন কিনা? এমন প্রশ্নের উত্তরে শায়মা জানান, এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। একদিকে শায়মা-অন্যদিকে আইসিস। আগামী দিনে বিশ্বের দরবারে কী হবে ইরাকের পরিচয়? কিরকুকের মেয়ের সবুজ চোখে স্বপ্ন দেখছে হারুন-অল-রশিদের বাগদাদ।
২০ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�