মুক্তির দিনেই রেকর্ড গড়ল স্টার ওয়ার্স
বিনোদন ডেস্ক : মার্ক জুকারবার্গ বোধহয় টের পেয়েছিলেন, ব্যাপারটা এরকম একটা দিকে যেতে চলেছে! সেই জন্যই খুদে ম্যাক্সের পাশে রেখে দিয়েছিলেন 'স্টার ওয়ারস্'-এর একটা সবুজ আলো-জ্বলা সোর্ড৷ বড় হয়ে মেয়ে বায়না করার আগেই তার আবদারটা মিটিয়ে রেখেছিলেন তিনি! আবদার যে সবাই করছে, তা ছবির বক্স অফিস কালেকশন থেকেই স্পষ্ট৷ শুধুমাত্র মুক্তির দিনেই পাক্কা ২৫০ মিলিয়ন ডলার পকেটে ভরেছে 'স্টার ওয়ারস্ঃ দ্য ফোর্স অ্যাওয়েকেনস্'! এরকমটা এর আগে পৃথিবীর ইতিহাসে কোনও ছবিই করে দেখাতে পারেনি৷ এর আগে মুক্তির দিনে সব চেয়ে বেশি বক্স অফিস কালেকশনের দিক থেকে নজির গড়েছিল 'জুরাসিক ওয়ার্ল্ড'৷ তাও তার অঙ্কটা 'স্টার ওয়ারস্'-এর চেয়ে অনেকটাই কম৷ ঠিক ২০৮ মিলিয়ন ডলারে গিয়ে থেমে যেতে হয়েছিল 'জুরাসিক ওয়ার্ল্ড'-কে৷
কিন্তু, 'স্টার ওয়ারস্'-এর জয়যাত্রা এখানেই থেমে থাকছে না৷ ছবি নিয়ে দিন দিন উন্মাদনা, উত্তেজনা বাড়ছে বই কমছে না৷
তার কারণটা বোধহয় নতুন তারা আর পুরনো তারার যৌথ রসায়ন৷ এক দিকে যেমন এই ছবিতে নতুন প্রজন্মের হয়ে হাজির হয়েছেন ডেইজি রিডলে, জন বোয়েগা, অস্কার আইজ্যাকের মতো নবাগতরা, তেমনই রয়েছেন সিরিজ-খ্যাত মার্ক হ্যামিল, হ্যারিসন ফোর্ড আর কেরি ফিশারও!
তবে, শুধুই ভক্তরা নন! সমালোচকরাও ৯৫ শতাংশ ক্ষেত্রে ছবিটির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন৷
তাতেই যদিও ফুরিয়ে যাচ্ছে না 'স্টার ওয়ারস্'৷ এখনও এই ছবি ভারত, গ্রিস আর চিনে মুক্তি পায়নি৷ কথা আছে, ভারতে আর গ্রিসে ছবিটি মুক্তি পাবে বড়দিনের সময়ে- ২৪ ডিসেম্বরে! অন্য দিকে, চিনে ছবিটি মুক্তি পাচ্ছে ৯ জানুয়ারিতে৷ তার পরে হয়ত তার আবার নতুন রেকর্ড তৈরির পালা! সূত্র: সংবাদ প্রতিদিন। ২০ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�