পপির ‘আমেরিকান ড্রিম’
বিনোদন ডেস্ক : প্রবাসীদের জীবনচিত্র নিয়ে নির্মাণ হচ্ছে 'আমেরিকান ড্রিম' নামের একটি চলচ্চিত্র। এতে মুখ্যচরিত্রে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভীন পপি।
ছবিটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য রচনার পাশাপাশি পরিচালনা করছেন এম জসীম উদ্দিন। এ ছবিতে পপিকে বাঁধন নামের এক নারীর চরিত্রে দেখা যাবে। এতে তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক সাইমন।
পপি বলেন, 'সমসাময়িক পরিস্থিতির আলোকে এ ছবিটির কাহিনী গড়ে উঠেছে। আমাদের দেশের বেশির ভাগ মানুষেরই ধারণা বিদেশ গেলে সহজে স্বাবলম্বী হওয়া যায়। এ ধারণার ওপর ভিত্তি করে লাখ লাখ টাকা খরচ করে মানুষ বিদেশ পাড়ি জমায়। এ ছাড়া অনেকেই আমেরিকা ও ইউরোপ যাওয়ার স্বপ্নে বিভোর থাকেন। সে স্বপ্নকে পূরণ করতে গিয়ে কখনো কখনো অনেকেই সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে যান। এ ছবিতেও নায়ক আমেরিকায় যাওয়ার স্বপ্ন দেখে করুণ পরিস্থিতির মধ্যে পড়েন। আশা করছি, ছবিটি দেখলে দর্শকরা প্রবাসীদের নানা রকম পরিস্থিতি সম্পর্কে যথার্থ ধারণা পাবেন।'
বর্তমানে পপির হাতে দুটি ছবি রয়েছে। এর মধ্যে কদিন আগে 'সোনা বন্ধু' শীর্ষক একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এ ছবিটি নির্মাণ করছেন জাহাঙ্গির আলম সুমন। কিছু দিনের মধ্যেই এ ছবির শুটিং করবেন তিনি। এ ছাড়া দীর্ঘ বিরতির পর কাজী হায়াতের 'বিয়ে হল বাসর হল না' ছবিতে পুনরায় শুটিং শুরু করতে যাচ্ছেন পপি। এ ছবির ২০ শতাংশ কাজ আগেই সম্পন্ন করা হয়েছিল। জানুয়ারির শুরুর দিকে এর বাকি অংশের কাজ শুরু করবেন বলে জানান পপি।
২১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�