সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫, ০১:৩৫:৪৫

আজ সেই ‘নাম্বার ওয়ান’ নায়কের জন্মদিন

আজ সেই ‘নাম্বার ওয়ান’ নায়কের জন্মদিন

বিনোদন ডেস্ক : বলিউডের ইতিহাসে একমাত্র ‘নাম্বার ওয়ান’ অভিনেতা গোবিন্দাই রেকর্ড গড়েছেন ৩০ দিনে ৪০টি ছবিতে চুক্তি হয়ে। আজ ২১ ডিসেম্বর সেই নাম্বার ওয়ান’ গোবিন্দার জন্মদিন। তার এই জন্মদিনে চলুন জেনে নেয়া যাক তা আজান পাঁচটি তথ্য। ১। ১৯৮৬ সালে ইলজাম ফিল্ম দিয়ে বলিউডে অভিষেক হয় গোবিন্দার। কিন্তু এই ফিল্মে তিনি একটি ছোট চরিত্রে অভিনয় করেন। ২। লিডি রোলে গোবিন্দাকে প্রথমবার বলিউড ফিল্মে অভিনয় করতে দেখা যায় ১৯৮৬ সালেরই ফিল্ম তন বদনে। ফিল্মের পরিচালক ছিলেন তাঁর কাকা আনন্দ। ৩। নিজের তৃতীয় ফিল্ম লাভ ৮৬-এর শুটিং চলার এক মাসের মধ্যে পরবর্তী ৪০ টি ফিল্মে কাজ করার জন্য করেছিলেন তিনি। হ্যাঁ, মাত্র ৩০ দিনে ৪০ টি ফিল্মে সই করেন তিনি! ৪। গোবিন্দার বাবা অরুণ কুমার আহুজাও অভিনয় করতেন। আর তাঁর মা নির্মলা দেবী একইসঙ্গে অভিনেত্রী এবং গায়িকা ছিলেন। ৫। বাড়িতে মোট ছয় ভাই-বোনের মধ্যে গোবিন্দা ছিলেন সবথেকে ছোট। তাই তাঁকে আদর করে সবাই ডাকত চি চি বলে। মারাঠিতে চি চি মানে কড়ে আঙুল বা লিটল ফিঙ্গার। ২১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে