ইসলাম গ্রহণ করে অভিনয় ছেড়েছেন সেই মমতা কুলকার্নি
বিনোদন ডেস্ক : নব্বইয়ের দশকে যে ক’জন অভিনেত্রী বলিউডে কাঁপন তুলেছিলো, তাদের মধ্যে অন্যতম প্রধান স্কেস সিম্বল নায়িকা মমতা কুলকার্নি। ইসলাম ধর্ম গ্রহণ করে বর্তমানে তিনি রয়েছেন পর্দার আড়ালে। তার ব্যস্ততা এখন ধর্ম-কর্ম নিয়েই। যার ফলে আলোচিত এই নায়িকা নেই রূপালী পর্দাতে।
জানা গেছে, ১৯৯৩ সালে সাইফ আলী খানের সাথে জুটি বেধে মুক্তি পাওয়া পাওয়া সিনেমা ‘আশিক আওয়ারা’। নিজের প্রথম ছবিতে সাইফ আলী খানের সঙ্গে অভিনয় করে ফিল্মফেয়ার লাক্স অ্যাওয়ার্ড অব দ্য ইয়ার পুরস্কার জিতেন তিনি। বলিউডে ১১ বছরের অভিনয়জীবনে তিনি বেশ কয়েকটি ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন।
আন্ডারওয়ার্ডের একজন মাধক পাচারকারী ভিকি গোস্বামীর সাথে সম্পর্ক গড়ে সর্বশেষ খবরে আসেন বলিউডে এক সময়ে ঝড় তোলা অভিনেত্রী মমতা কুলকার্নি। দুবাইতে যাবজ্জীবন কারা দণ্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ী ভিকি গোস্বামীকে মুক্ত করতে ২০১২ সালের নভেম্বরে তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন মমতা।
মমতা অভিনীত সবশেষ ছবি মুক্তি পায় ২০০২ সালে। এরপর দীর্ঘ একযুগ ধরে তিনি স্বেচ্ছায় অভিনয় জগৎ ত্যাগ করেন। অভিনয় জগৎ থেকে বের হয়ে ধর্মচর্চায় ব্যস্ত আছেন এক সময়ের আলোচিত এই অভিনেত্রী।
নিজের জীবন নিয়ে ‘অটোবায়োগ্রাফি অব অ্যান যোগিনী’ শিরোনামে একটি আত্মজীবনী বইও লিখেতে চান এই অভিনেত্রী। ভিকির মতো মমতাও ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
২১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন
�