সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫, ০৭:৫৩:৪২

ওরা সব ভিখারি, ওদের মান-সম্মান নেই : অনন্ত জলিল

ওরা সব ভিখারি, ওদের মান-সম্মান নেই : অনন্ত জলিল

বিনোদন ডেস্ক : যারা দেশের বাইরে গিয়েই বলে আমাদের দেশে কিছুই নেই, তোমাদের সেদেশই সব। ওরা আসলে ভিখেরি, ওদের মান-সম্মান বলে কিছু নেই—খুব ক্ষোভের সাথেই এই কথাগুলো বললেন বাংলাদেশের আলোচিন চিত্রনায়ক প্রযোজক অনন্ত জলিল। একটি দৈনিকের এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি একজন বাংলাদেশী হয়ে সবসময় গর্ব করি। সবখানেই সেটা বলার চেষ্টা করি। নিজের দেশকে যে ভালোবাসে না, সে নিজেকেও ভালোবাসে না।' এছাড়াও সম্প্রতি আরো একটি সাক্ষাৎকারে অনন্ত জলিল বলেছেন, এদেশে এখন আমিই সবচেয়ে সেরা তারকা। আমার চেয়ে জনপ্রিয়তা কারো নেই।’ কিভাবে এত আত্মবিশ্বাস নিয়ে নিজের সম্পর্কে এ ধরনের মন্তব্য করেন? এমনটা জানতে চাওয়া হলে অনন্ত জলিল বলেন,‘আমি আমার দেশের স্বার্থে, এদেশের ইন্ডাষ্ট্রির স্বার্থে কাজ করার চেষ্টা করছি, যা অন্য কেউ ভাবে না। সবাই বড় বড় কথা বলতে পারবে, কিন্তু কাজের বেলায় কেউ নেই।’ ২১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে