এবছরের বলিউড সেরা ১০ গান
বিনোদন ডেস্ক : সিনেমা হিটের নেপথ্যে প্রায় নায়ক, নায়িকার মতোই সমান ভূমিকা নেয় গান৷ এমনকী কখনও সিনেমা তেমন সাফল্য না পেলেও গান হিট করে৷ কম বাজেটের কোনও ছবি হয়ত তেমন প্রচারের আলো পায় না, কিন্তু গান ঠিক খুঁজে নেয় জনপ্রিয়তা৷ ২০১৫ চলে যেতে আর মাত্র কটাদিন৷ এই অবসরে একবার পিছু ফিরে দেখে নেওয়া যাক এ বছরটা মাতিয়ে রাখা সেরা ১০টি হিন্দি ছবির গান৷ কলকাতা ২৪ এর এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
১. ‘বননো তেরি সহেগর লাগে’- এব বছরের অন্যতম সেরা হিট ছবি ‘তানু ওয়েডস মানু রিটার্নস’-এর এই গানে মাত করে দিয়েছিল৷ আনন্দ এল রাই পরিচালিত এ ছবিতে ঈর্ষণীয় অভিনয় করেছেন কঙ্গনা রানাওয়াত৷ দ্বৈতভূমিকায় দেখা গিয়েছিল তাকে৷ পর্দায় ‘বননো’ চরিত্রের মুখে ছিল এ গান৷ গেয়েছিলেন ব্রিজেশ শান্ডালা ও স্বাতী শর্মা৷ এ বছরের হিট গানগুবলির তালিকায় গোড়াতেই থাকল এই গানটি৷
২. ছবির নাম ‘দম লাগাকে হাইস্যা’৷ গান-ইয়ে মোহ মোহ৷ পাওয়া গেল ভিনটেজ অনু মালিককে৷ যেন ব্যস্ত সময়ের গতি থমকে দেওয়া একটি গান৷ শান্ত, শুদিং পার্টি সং না হয়েও যে অসাধারণ পরিবেশ এ গানের সুর তৈরি করে দেয়, তার মোহেই শ্রোতারা পছন্দ করেছেন এ গানকে৷ গেয়েছিলেন মোনালি ঠাকুর ও পাপন৷ গানের কথা লিখেছিলেন বরুণ গ্রোভার৷ রোম্যান্টিক এ গান এবছরে জনপ্রিয়তায় শীর্ষে৷ এ ছবিতে পাওয়া গিয়েছিল, কুমার শানু ও সাধনা সরগম জুটির ‘দর্দ কারারা’ গানটিও৷ পুরনো জুটি, পুরনো আমলের সুরের ছাপে ও গানও ঢেউ তুলেছিল জনপ্রিয়তায়৷
৩. জিৎ গাঙ্গুলির সুরে হামারি অধুরী কাহানির টাইটেল ট্র্যাক গেয়েছিলেন অরিজিৎ সিং৷ রেশমী বিরাগের কথায় এ গানও অরিজিতের সিগনেচার সং৷ জনপ্রিয়তার নিরিখে এ গান এবছরের অন্যতম সেরা৷
৪. ‘অ্যায় হামনাভা মুঝে আপনা বানা লে’- প্রেমিক হৃদয়ের আর্তি এ গানে যেভাবে উঠে এসেছে, তাতে সেরা গানের তালিকায় এ গানটিকে গোড়ার দিকে রাখাই যায়৷ গেয়েছেন পাপন ও মিঠুন৷ ছবির নাম-হামারি অধুরী কাহানি৷ ছবিতে অভিনয় করেছিলেন বিদ্যা বালান ও ইমরান হাসমি৷ অসাধারণ চিত্রায়নও হয়েছিল এ গানের৷ ছবিটি তেমন সাফল্য না পেলেও শ্রোতাদের মনে এ বছর এ গানের রেশও কিন্তু থেকেই গিয়েছে৷
৪. ‘হালে দিলকো তু চাহিয়ে’..ব্লকবাস্টার ছবি ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে এ গান গেয়েছেন আতিফ আসলাম৷ ছবিও যেমন হিট, এ গানও তেমনি৷ এ বছরের তুমুল জনপ্রিয় গানগুলির মধ্যে এটি অন্যতম৷
৫. চিতিইয়া কালাইয়াঁ – গায়িকা কণিকা কাপুর৷ ‘পেপি সং’ জঁরের এ বছরের সেরা গান বোধহয় এটিই৷ ‘রয়’ ছবিতে এ গানটি ব্যবহার করা হয়েছিল৷ ছবি সাফল্য না পেলেও, এ গান কিন্তু নজিরবিহীন সাফল্য হয়েছে৷ গোট বছর তো বটেই, এমনকী বছরশেষের পার্টিতেও এ গান প্রায় নির্বিকল্প হয়ে দাঁড়িয়েছে৷ এ গানের দৌলতে এ বছর ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন জ্যাকুলিন ফার্ণান্ডেজও৷ গানের কথা লিখেছেন কুমার৷ সে কথা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কম জোক তৈরি হয়নি!
৬. ছবির নাম- বদলাপুর৷ গান- জি করদা৷ গেয়েছেন, দিব্যা কুমার৷ শচীন-জিগারের কম্পোজিশনে একটু অন্যরকমের এ গানও এবার সেরার তালিকায় জায়গা করে নিয়েছে৷ বলিপাড়ায় যে এবার নানা ঘরানার গান তৈরি হয়েছে, তার অন্যতম উদাহরণ এ গানটি৷
৭. ‘আফগান জলেবি…ভাই বাহ’… প্রীতমের সুর আরও একবার ধুম মাচিয়েছিল বলিপাড়ায়৷ ‘ফ্যান্টম’ ছবিতে এ গান গেয়েছেন সৈয়দ আসরার শাহ৷ গানের দৃশ্যায়নে ছিলেন ক্যাটরিনা কাইফ৷ সহজ তালে, মনকাড়া কথায় এবং সুরের জাদুতে এ গানও দারুণ জনপ্রিয়তা পেয়েছে৷
৮. ‘তেরি মেরি কাহানি-হ্যায় বারিসও কি পানি’… গেয়েছেন অরিজিৎ সিং ও পলক মুচাল৷ ‘গব্বর ইজ ব্যাক’ ছবির এ গান তৈরি করেছেন চিরন্তন ভট৷ অরিজিৎ সিংয়ের অনবদ্য গায়কির গুণে এ গানও এ বছর দারুণ জনপ্রিয়৷
৯. ‘নজর জো তেরি লাগি.. ম্যায় দিওয়ানি হো গ্যায়ি’..সুফি অঙ্গের এ গান আছে ‘বাজিরাও মস্তানি’ ছবিতে৷ গানটি তৈরি করেছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালী স্বয়ং৷ শ্রেয়া ঘোষালের সঙ্গে এ গান গেয়েছেন বেশ কয়েকজন সুফি শিল্পী৷ এ বছরের মনভালো করা গানের মধ্যে এটি নিঃসন্দেহে সেরা৷ ছবির ‘পিঙ্গা’ গানটিও জনপ্রিয়তা পেয়েছে৷
১০. রং দে তু মোহে গেরুয়া- বছর শেষের এই সময়টায় প্রায় সকলের মুখে ফিরছে এ গান৷ ছবি ইতিমধ্যেই সুপারহিট হওয়ার পথে৷ গানটি কয়েকদিন আগে থেকেই সুপারহিট৷ প্রিতমের সুরে এ গান গেয়েছেন অরিজৎ সিং ও অন্তরা মিত্র৷ সন্দেহ নেই, এ বছরের অন্যতম সেরা গান এটিও৷
২১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�