নাজেহাল নায়িকার পাশে দাঁড়ালেন যারা
বিনোদন ডেস্ক : শনিবার সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের ফালাকাটা কলেজের বার্ষিক অনুষ্ঠানে গিয়ে নাজেহাল হয়েছেন টালিউড অভিনেত্রী শুভশ্রী। এ ঘটনায় শুভশ্রী মঞ্চে উঠে দু-মিনিটের মধ্যে মঞ্চ ছাড়েন।
ক্ষুব্ধ শুভশ্রী মাইকে বলেন, আমার সঙ্গে যে আচরণ করা হয়েছে তা কোনো মেয়ের সঙ্গে হওয়া উচিত নয়।
এ ঘটনার পর শুভশ্রীর পাশে দাঁড়িয়েছেন টালিউডের নায়িকারা। তারা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, শুভশ্রীর সঙ্গে অভব্য আচরণের নিন্দা জানিয়ে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, আমি শুভশ্রীর পাশে আছি। কোনো শিল্পী যখন এ ধরনের অনুষ্ঠানে যান তখন তার নিরাপত্তা মাস্ট। উদ্যোক্তাদের এ বিষয়ে আরো সচেতন হওয়া উচিত ছিল।
পায়েল সরকার বলেছেন, দিস ইজ ভেরি আনফরচুনেট। আর্টিস্ট শো করতে গেলে তাকে সম্মান দিতেই হবে। এটা মনে নেয়ার কোনো কারণ নেই।
চূর্ণী গঙ্গোপাধ্যায় বলেন, আমার মনে হয় শুভশ্রী যথেষ্ট রেসপন্সিবল। এত স্টেজ শো করেছে কখনো তো এমন হয়নি। এবার কেন হলো? সমস্যা হয়েছে বলেই তো ও প্রতিবাদ করেছে।
মিমি চক্রবর্তী বলেন, যারা ওকে নিয়ে গেছে তাদেরই নিরাপত্তা দেয়া উচিত ছিল। একজন মহিলা হিসেবে আমি ওর পাশে রয়েছি।
শ্রীলেখা মিত্র বলেন, ঘটনাটা খুব শকিং। আমি শুভশ্রীর পাশে আছি। ও প্রতিবাদ করে ঠিকই করেছে। ঘটনাটা ভবিষ্যতে দৃষ্টান্ত হয়ে থাকবে। অনেকদিন আগে বনগাঁয় হ্যারাস হয়েছিলাম।'
শনিবার ফালাকাটা কলেজের অনুষ্ঠানে যোগ দিতে শুভশ্রীর গাড়ি বিকেল সাড়ে পাঁচটার দিকে কলেজে পৌঁছলে একদল যুবক তাকে ঘিরে ধরে। অনেকেই নায়িকাকে ছোঁয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। মুহূর্তের মধ্যে নায়িকাকে ঘিরে ভিড় উপচে পড়ে।
পুলিশ চেষ্টা করেও নায়িকাকে উদ্ধার করতে পারেনি। এ সময় একদল যুবক শুভশ্রীর সঙ্গে অভব্য আচরণ শুরু করে। এ অবস্থায় কোনো মতে ভিড় ঠেলে শুভশ্রীকে মঞ্চে নিয়ে যাওয়া হয়। ততক্ষণে বিপর্যস্ত হয়ে পড়েন শুভশ্রী।
পরে তিনি ক্ষোভে ফেটে পড়েন। মঞ্চে উঠলেও উল্টো নিজের ক্ষোভ ঝাড়েন তিনি। এক মিনিট ধরে চলা অভব্য ব্যবহারের কথা তুলে ধরেন তিনি মাইক হাতে নিয়ে বলেন, আমি মেয়েদের বিশেষ করে বলতে চাই, ছেলেরা আমার সঙ্গে ভীষণ বাজে ব্যবহার করেছে। আমার সঙ্গে যেটা হয়েছে তা কোনো মেয়ের সঙ্গে করা উচিত নয়। সেজন্য আমার মানসিক অবস্থা ভালো নয়। এরপরই মঞ্চ থেকে নেমে সোজা চলে যান।
২১ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�