সোমবার, ২১ ডিসেম্বর, ২০১৫, ১১:৪৫:৫৫

এবছর বলিউডের হলিউড বিজয়!

এবছর বলিউডের হলিউড বিজয়!

বিনোদন ডেস্ক : ‘চলা মুরারি হিরো বননে’ পুরনো এই হিন্দি ছবির নাম মনে পড়তেই আপনি বাধ্য হবেন বলিউডের ২০১৫ সালের দিকে দিকে তাকাতে। আর তাকালেই দেখতে পাবেন সেই পুরোন দিনের কিছু স্মৃতী। না কোনও তামাশা নয়। বলিউডের হলিউড জয়ের বছর কি বলা যেতে পারে ২০১৫ সালকে? বলিউডের তিন জনপ্রিয় তারকা- দীপিকা পাডুকোন, প্রিয়াঙ্কা চোপড়া এবং ইরফান খানের কাছে এই বছর ছিল ভিনি-ভিডি-ভিসি-র বছর। তিনজনেই পেয়েছেন গুরুত্বপূর্ণ হলিউড-ব্রেক। প্রিয়াঙ্কা চোপড়ার কাছে আন্তর্জাতিক ব্রেক নতুন কিছু নয়। মনে রাখতে হবে, তার ক্যারিয়ারের শুরুতেই রয়েছে ‘মিস ওয়ার্ল্ড’-এর মতো খেতাব। তার পরে প্রিয়াঙ্কা গান গেয়েছেন পিটবুল এবং ‘উইল.আই.অ্যাম’-এর মতো আন্তর্জাতিক স্টারের সঙ্গে। এর পরে বাকি যা ছিল, তা ঘটে গেল এই বছরেই। এবিসি টেলিভিশনের থ্রিলার টেলি-সিরিজ ‘কোয়ান্টিকো’-য় ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি। না, মোটেও কোনও মার্জিন্যাল ভূমিকায় নয়। প্রিয়াঙ্কা এই সিরিজে উপস্থাপিত হয়েছেন এক সম্ভাবনাময় এফবিআই এজেন্টের রোলে। আর এটা ছিল ওই সিরিজের প্রধান চরিত্র। ভারতীয় মুখের জয়জয়কার এখন বেভারলি পাহাড়তলিতে। ইরফান খানের কাছে হলিউড অবশ্য নতুন কোনও ব্যাপার নয়। ‘লাইফ অফ পাই’, ‘দি অ্যামেজিং স্পাইডারম্যান’ এবং সর্বোপরি ‘স্লামডগ মিলিয়নেয়ার’-এ তার উপস্থিতি আন্তর্জাতিক দর্শকের নজর কেড়েছে আগেই। তবে তার কাছেও ২০১৫ ছিল লাল দাগের বছর। এবারে অফার এসেছিল ‘জুরাসিক ওয়ার্ল্ড’-এর মতো ছবির খাতিরে। সেই সাই-ফাই ছবিতে তার নীরব অথচ ব্যক্তিত্বময় উপস্থিতি নজর এড়ায়নি কারও। এর পরেও চমক থেকে গিয়েছে ইরফান-ভক্তদের জন্য। ২০১৫-এই তিনি অফার পেয়েছেন রন হওয়ার্ডের পরবর্তী ছবিতে অভিনয়ের। বলা দরকার, ‘ইনফার্নো’ নামের এই ছবিটি ড্যান ব্রাউনের রবার্ট ল্যাংডন সিরিজের শেষতম উপন্যাসটির উপরে আধারিত। বছর ভাল গিয়েছে দীপিকা পাড়োকোনেরও। অফার পেয়েছেন ভিন ডিসেলের মতো পরিচালকের সফল সিরিজ ‘ট্রিপল এক্স’-এর পরবর্তী কিস্তিতে অভিনয়ের। তা ছাড়া তার ঝুলিতে রয়েছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজির সপ্তম পর্বে অভিনয়ের। শুধু নব্যপ্রজন্ম নয়, ২০১৫-এই বিবিসি মিনি-সিরিজ ‘ক্যাপিটাল’-এ অভিনয়ের ডাক পেয়েছেন শাবানা আজমির মতো ভেটেরানও। শাবানা এর আগে অভিনয় করেছিলেন জন শ্লেসিংগারের ‘মাদাম সুসাৎস্কা’, নিকোলাস ক্লোৎজ-এর ‘বেঙ্গলি নাইট’ এবং রোনাল্ড জোফ-এর ‘সিটি অফ জয়’-এর মতো ছবিতে। সেই সঙ্গে ‘লাঞ্চবক্স’ ছবির নায়িকা নিমরত কাউরও তার আন্তর্জাতিক ডেবিউয়ের জন্য তৈরি। মার্কিন জনপ্রিয় টিভি-সিরিজ ‘হোমল্যান্ড’-এর চতুর্থ সিজনের একটি পর্বে অভিনয় করছেন তিনি। বহু বছর আগে সাহিত্যিক পরশুরাম ‘উলটপুরাণ’ নামের একটি গল্পে কোনও এক কল্প-ভবিষ্যতে ভারতীয়দের ইংল্যান্ড জয়ের এক আজব কাহিনি লিখে গিয়েছিলেন। সেটা কল্পলোক থেকে বাস্তবে নেমে এল বলে। তবে পটভূমিকা একটু আলাদা। ইংল্যান্ডের বদলে জায়াগাটা যেন হলিউড! ২১ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে