শুক্রবার, ০৪ অক্টোবর, ২০১৯, ১২:১৭:১৮

নির্বাচনে মৌসুমীর আক্ষেপ নিয়ে যা বললেন জায়েদ খান

নির্বাচনে মৌসুমীর আক্ষেপ নিয়ে যা বললেন জায়েদ খান

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীদের নির্বাচনে সভাপতি পদে বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে এফডিসিতে এসে সমিতির প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চনের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী।

মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে নির্বাচনে অদৃশ্য উপরমহলের প্রভাবে আক্ষেপ প্রকাশ করেছেন তিনি।

তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন সাধারণ সম্পাদক প্রার্থী জায়েদ খান। নিজেদের মনোনয়নপত্র জমা দেয়া শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
মৌসুমীর অভিযোগ প্রসঙ্গে সাধারণ সম্পাদক প্রার্থী জায়েদ খান, আমরা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন চাই। এখানে কোনো অনৈতিক প্রভাবের সুযোগ নেই। আমরা মাত্র ২১ জন নিয়ে প্যানেল দিয়েছি। আরও ৪০০ জনের বেশি সদস্য বাকী।

তাদের নিয়ে প্যানেল না করতে পারলে কারো তো কিছু করার নেই। উনারা হয়তো আমাদের প্যানেল দেখে ভয় পেয়ে এসব ভিত্তিহীন কথা বলছেন। কোনো প্রমাণ থাকলে তারা সেটা নিয়ে কথা বলুক।

তিনি আরও বলেন, আসলে একটা মালাবদলের নির্বাচন। যিনি আমার বিপরীতে জিতে আসবেন আমি নিজে তাকে মালা পরিয়ে বিদায় নেবো। কোনোরকম গুজব ছড়িয়ে লাভ নেই।

প্রসঙ্গত, আসছে ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে শিল্পী সমিতির নির্বাচন। এবারে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ইলিয়াস কাঞ্চন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে