মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯, ০৪:৫৯:১০

জীবন বাঁচাতে ফিলিপাইনে আশ্রয় চান এই ইরানি সুন্দরী!

জীবন বাঁচাতে ফিলিপাইনে আশ্রয় চান এই ইরানি সুন্দরী!

বিনোদন ডেস্ক : ফিলিপাইনে আশ্রয় চেয়েছেন সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেয়া ইরানের এক তরুণী। কারণ হিসেবে তিনি জানিয়েছেন জীবনের শ'ঙ্কার কথা। ফিলিপাইনে আশ্রয় চাওয়া ইরানি তরুণীর নাম বাহারে জারে বাহারি।

সোমবার আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তিনি চলতি মাসের জানুয়ারিতে ম্যানিলায় অনুষ্ঠিত মিস ইন্টারকন্টিনেন্টাল সুন্দরী প্রতিযোগিতা ২০১৮-এ ইরানের হয়ে অংশ নেন।

বাহারি এখন ফিলিপাইনের ব্যুরো অব ইমিগ্রেশনের হেফাজতে রয়েছেন। গত সপ্তাহে তিনি ম্যানিলার বিমানবন্দরে এলে তাকে আ'ট'কে দেয় কর্তৃপক্ষ।

ফিলিপাইনের ব্যুরো অব ইমিগ্রেশন বলছে, ফিলিপাইনে প্রবেশের ব্যাপারে বাহারির ওপর নি'ষে'ধা'জ্ঞা রয়েছে। কারণ তার বি'রু'দ্ধে ইন্টারপোলের রেড নোটিশ রয়েছে।

ফিলিপাইনের ব্যুরো অব ইমিগ্রেশন আরও জানায়, ইরানির বি'রু'দ্ধে ইরানি হামলাসহ অন্য অভিযোগে মামলা রয়েছে। আর অভিযোগে বর্ণিত ঘটনা ফিলিপাইনেই ঘটেছে। তবে বাহারি তার বি'রু'দ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

বাহারির ভাষ্য, তিনি ইরান বা ফিলিপাইন কোথাও কোনো অ'পরা'ধ করেননি। তার বি'রু'দ্ধে যে মামলার কথা বলা হচ্ছে, তা ভুয়া। বাহারি ২০১৪ সাল থেকে ফিলিপাইনে দন্তচিকিৎসা নিয়ে পড়ছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে