বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯, ১২:২৮:৫৪

নি'র্ম'ম ভাবে ধ'র্ষি'ত হয়েছিলেন, সেই দুঃসহ স্মৃতি শেয়ার করলেন চলচ্চিত্র নির্মাতা

নি'র্ম'ম ভাবে ধ'র্ষি'ত হয়েছিলেন, সেই দুঃসহ স্মৃতি শেয়ার করলেন চলচ্চিত্র নির্মাতা

বিনোদন ডেস্ক : একের পরে এক যৌ'ন হে'ন'স্থার অভিযোগ প্রকাশ্যে আসছে। সোশ্যাল মিডিয়া জুড়ে হ্যাশট্যাগ মিটু-র ঝড় বইছে। তবে শুধু মহিলারা নয়, পুরুষরাও নিজেদের যৌ'ন হে'ন'স্থার অভিজ্ঞতা প্রকাশ্যে আনছেন। 

সম্প্রতি একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত পাকিস্তানি চলচ্চিত্র নির্মাতা মেহমুদ জামি ধারাবাহিক টুইটের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় তার অভিজ্ঞতা শেয়ার করেন। জামি জানান, ১৩ বছর আগে তাকে ধ'র্ষ'ণ করেছিলেন এক নামকরা সাংবাদিক। 

প্রথম থেকে হ্যাশট্যাগ মিটু মুভমেন্টকে সমর্থন করে আসছেন পুরস্কার প্রাপ্ত পরিচালক। আর তার অন্যতম কারণ হল তার নিজের অভিজ্ঞতা।

জামি টুইট করেন, আমি কেন এভাবে মিটু মুভমেন্টকে সমর্থন করি জানেন? কারণ আমি জানি কী ভাবে বিষয়টা হয়। আমাকে মিডিয়া জগতের একজন মহারথী নি'র্ম'ম ভাবে ধ'র্ষ'ণ করেছিলেন। তিনি এক বিরাট মাপের ব্যক্তির। যদিও উচ্চতায় আমি ওর থেকে লম্বা।

জামি আরও বলেন, সেই ব্যক্তির সঙ্গে আমার সম্পর্ক খুবই ভাল ছিল। কিন্তু ১৩ বছর আগের সেই দিনটা তার চোখ খুলে দিয়েছিল। এই বিষয়ে কয়েকজন বন্ধুকে বলেছিলেন পাকিস্তানি পরিচালক। কিন্তু কেউই নাকি সে ভাবে বিষয়টিকে গুরুত্ব দেননি।

জামশেদ মেহমুদ জামি বলছেন, আমি কয়েকজন বন্ধুকে বলেছিলাম। কিন্তু কেউ এই কথায় গুরুত্ব দেয়নি। আমি সেই ধ'র্ষ'কের নামও সবাইকে বলেছিলাম। কিন্তু আমিই হাসির পাত্র হয়ে গিয়েছিলাম।

এই ধ'র্ষ'ণের অভিজ্ঞতা এমন প্রভাব ফেলেছিল যে টানা ৬ মাস তাকে মনোবিদের পরামর্শ নিতে হয়েছিল। এই ভ'য়া'ব'হ অভিজ্ঞতা থেকে রেহাই পেতে তাকে ওষুধও খেতে হয়েছিল বলে জানান জামি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে