রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯, ১২:০৪:০১

অ'পরা'ধীকে দেখতে সবসময় অ'পরা'ধীর মতো হয় না, তাই স'ত'র্ক থাকা প্রয়োজন: রানি মুখার্জী

অ'পরা'ধীকে দেখতে সবসময় অ'পরা'ধীর মতো হয় না, তাই স'ত'র্ক থাকা প্রয়োজন: রানি মুখার্জী

বিনোদন ডেস্ক : তখন ১৭ বছর বয়স। অভিনয় করার কোনও ইচ্ছা নেই তার। মায়ের কথায় প্রস্তাবটা গ্রহণ করলেন তিনি। বলিউডের অফার হাতে ছিল। তবুও বাংলা দিয়েই ইনিংস শুরু করলেন। 

ছবির নাম 'বিয়ের ফুল'। প্রসেনজিত্‍ চ্যাটার্জী ও ইন্দ্রানী হালদারের পাশে সমান তালে অভিনয় করলেন। তিনি রানি মুখার্জী। এখন বয়স একচল্লিশ। তবুও স্পষ্ট মনে আছে 'বিয়ের ফুল'-এর শ্যুটিংয়ের সময়কার কথা।

'মর্দানি টু' নিয়ে কথা বলতে গিয়ে পুরানো পাতা উল্টোলেন রানি মুখোপাধ্যায়। 'মার্দানি টু'-এর শ্যুটিং হয়েছে কোটা এবং রাজস্থানে। মে মাসের গরমে এই সব জায়গায় শ্যুটিং, নায়িকা প্রথমটায় ভয়ই পেয়েছিলেন। মুম্বাইয়ে তো তেমন গরম নেই... কী করে শ্যুটিং করবেন। কিন্তু কোটায় গিয়ে তিনি দেখলেন গরম থাকলেও ঘাম হয় না একেবারে। চুল, মেক আপ কিছুই নষ্ট হয় না। কোটা রানির বেশ পছন্দ হয়েছে। এই শহরে আবার ফিরে আসতে চান নায়িকা।

'মর্দানি টু' শারীরিক এবং মানসিকভাবে খুবই চ্যা'লে'ঞ্জিং প্রজে'ক্ট ছিল রানির কাছে। ধ'র্ষ'ণ এবং অনিশ্চিত নারী নি'রপ'ত্তার বিষয়কে কেন্দ্র করে গড়িয়েছে ছবির চিত্রনাট্য। নায়িকার কথায়, 'এই ধরনের ঘৃ'ণ্য কাজ যারা করে, তারা সবসময় অপরাধীর মতো দেখতে হয় এমনটা নয়। মহিলাদের আরও স'ত'র্ক থাকা এবং সে'ল্ফ ডি'ফে'ন্স শেখা উচিত্‍!

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে