বিনোদন ডেস্ক: নাগরিকত্ব আইন নিয়ে প্রতি'বাদে মু'খর দেশের বিভিন্ন প্রান্ত৷ বিশেষ করে যুব সমাজ বি'ক্ষো'ভে সা'মিল হয়েছে৷ দেশের অন্যতম ১৯ শিক্ষা প্রতিষ্ঠানে চলছে প্র'ব'ল বি'ক্ষো'ভ কর্মসূচী৷ রবিবার রাজধানী দিল্লির পরি'স্থিতি রী'তিম'তো উত্ত'প্ত হয়ে পড়ে যখন জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢু'কে পড়ে পুলিশ ও লা'ঠিচা'র্জ করে ছাত্রদের ওপর৷ সেই ছবি ও ভিডিও সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় নি'ন্দার ঝ'ড় ওঠে৷ এমনই এক ভিডিওতে লাইক দিয়ে বসলেন অক্ষয় কুমার৷ সেই নিয়ে রী'তিম'ত ট্রো'ল'ডও হলেন তিনি৷ কী ভেবে এমন সং'বে'দনশী'ল ভিডিওয়ে লাইক দিলেন অক্ষয়? উঠল প্রশ্ন৷
অভিনেতা হিসেবে সমাজের প্রতি এক বাড়তি দায়িত্ব থারে এদের৷ কারণ অভিনেতাদের যে কোনও পদক্ষে'প প্রভা'ব ফেলে সাধারণের মনে৷ সেখানে দাঁড়িয়ে এমন একটি ছাত্র পে'টা'নোর ভিডিও কীভাবে পছন্দ করলেন তিনি? এমনিতে নানা সমাজিক সমস্যা নিয়ে ছবি তৈরি করে নিজের আলাদা ভা'বমূ'র্তি তৈরি করেছেন অক্ষয়৷ সেই অভিনেতা কিনা এমন ছবি পছন্দ করলেন? তবে অক্ষয় পরে নিজের ভু'ল স্বী'কার করে নিয়েছেন৷ তিনি বলেছেন যে ভু'ল করে এই ভিডিওতে তিনি লাইক করেছিলেন৷ ঘটনার গুরু'ত্ব বুঝে পরে যদিও তিনি পোস্টটি আনলাইক করেন৷
এর জন্য পরে তিনি ক্ষ'মাও চেয়ে নিয়েছেন৷ অক্ষয় আরও জানিয়েছেন যে পুলিশের এমন ব্যব'হার তিনি কোনওভাবে সম'র্থন করেন না৷ তবে অক্ষয়ের এই ভুল নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর চ'র্চা হয়েছে৷ অনেকেই অক্ষয়ের এই ভুল-এর ক'টা'ক্ষও করেছে৷সূত্র : নিউজ১৮