বিনোদন ডেস্ক: এই মুহূর্তে সবথেকে বড় সেলেব্রিটি নিঃস'ন্দেহে রাণু মণ্ডল! রানাঘাটের স্টেশন থেকে সোজা পাড়ি দিয়েছেন মুম্বই। ক্রেডিট অবশ্য সঙ্গীত পরিচালক হিমেশ রেশামিয়ার! তিনি তাঁর আগামী ছবি 'হ্যাপি হার্ডি অ্যান্ড হীর'-এ রাণুকে দিয়ে ৩টি গান রেকর্ড করিয়েছেন। এরপর আর পেছন ফিরে দেখতে হয়নি রাণুকে...শিরোনামে একাই রাণু...
হিমেশের কম্পো'জিশনে রাণুর গাওয়া 'তেরি মেরি কাহানি' সুপার-ডুপার হিট! এককথায় লাইমলাইটের বৃত্তে লতাকন্ঠী... এমনকী যিনি রাণুকে রাতারাতি স্টার বানালেন, জনপ্রিয়তায় সেই হিমেশকেও ছাড়িয়ে গিয়েছেন রাণু! এখন হিমেশ যেখানেই যাক, জনতা তাঁর থেকে বেশি রাণুকে নিয়ে জানতে আগ্রহী, আট থেকে আষি হিমেশকে ছেঁ'কে ধ'রেন রাণু সম্পর্কে জানতে...হালে একটি অনুষ্ঠানে হাজির ছিলেন হিমেশ! সেখানেও সেই একই দৃশ্য...
সম্প্রতি ফ্যানেদের সঙ্গে রাণুর দুর্ব্য'বহারের প্রসঙ্গে উত্তা'ল হয়েছে সোশ্যাল মিডিয়া, সেই বিষয়ে হিমেশের মতামত চান আম-জনতা, আর তাতেই বেজা'য় চ'টে যান হিমেশ রেশামিয়া... খেঁকি'য়ে বলে ওঠেন, '' আমি রাণু মণ্ডলের ম্যানেজার নই, কাজেই আমায় এ'সব প্রশ্ন করবেন না। রাণু প্রথম কেউ নন, যাকে আমি ব্রে'ক দিলাম। দর্শন রাভাল, শানন কে, পালক মুচ্চাল-এর মত বহু স্টারকে আমি ব্রে'ক দিয়েছি!''