সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯, ১০:১৪:৩৬

কপিল শর্মার হাতে টাকা গুঁজে দিচ্ছেন অজয় দেবগণ, ভিডিও ভাই'রাল!

কপিল শর্মার হাতে টাকা গুঁজে দিচ্ছেন অজয় দেবগণ, ভিডিও ভাই'রাল!

বিনোদন ডেস্ক : মুক্তির আগেই বি'ত'র্ক শুরু হয় তানাজি নিয়ে৷ অজয় দেবগণের সিনেমা নিয়ে ইতিমধ্যেই দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে৷ কিন্তু তার মধ্যেই ফের নতুন করে চর্চা শুরু হয়েছে তানাজি নিয়ে৷

বিষয়টি খুলেই বলা যাক তাহলে৷ সম্প্রতি কপিল শর্মার শোয়ে হাজির হন অজয় দেবগণ ও টিম তানাজি৷ সেখানে শোয়ের পর ব্যাক স্টেজে কপিল শর্মা ক্যামেরার সামনে বলতে শুরু করেন, সবাই তানাজি দেখতে সিনেমা হলে যান৷ 

বিশেষ করে পাঞ্জাবের মানুষ, অমৃতসরের মানুষ অবশ্যই তানাজি দেখুন৷ কপিলের প্রমোশনের পরই সেখানে হাজির হন অজয় দেবগণ৷ সিনেমার প্রমোশনের জন্য কপিলের হাতে ১২০০ টাকা গুঁজে দিয়ে দেখা যায় অজয় দেবগণকে৷ যদিও গোটা ভিডিয়োটি শ্যুট করা হয়েছে একেবারে মজার ছলে৷ 

তবে ভিডিয়োটি যতই মজা করেই শ্যুট করা হোক না কেন, তা প্রকাশ্যে আসার পরপরই ভা'ইরা'ল হয়ে যায়৷ সম্প্রতি তানাজির প্রমোশনের জন্য বিমানবন্দরে একসঙ্গে দেখা যায় অজয় দেবগণ এবং কাজলকে৷

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে