সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯, ১০:২০:৪২

অপমান সইতে না পেরে টুইটার ছাড়লেন জাভেদ জাফরি

অপমান সইতে না পেরে টুইটার ছাড়লেন জাভেদ জাফরি

বিনোদন ডেস্ক : বিজেপি সমর্থকদের তরফ থেকে অ'শ্রা'ব্য গা'লাগা'ল ও ঘৃ'ণা প্রদর্শন স'হ্য করতে না পেরে সোশ্যাল মিডিয়া ছাড়লেন অভিনেতা জাভেদ জাফরি। 

টুইট করলেন, 'এত ঘৃ'ণা ও অ'প'মান নেওয়ার ক্ষমতা নেই। যতদিন না পর্যন্ত পরিস্থিতির উন্নতি হচ্ছে, টুইটার থেকে দূরে থাকছি। আশা করছি সব ভাল হবে।' 

জাভেদ জাফরি সেই সমস্ত তারকাদের মধ্যে একজন যিনি মোদি সরকারের নতুন আইনের বিরো'ধিতা করেছেন। ফারহান আখতার, মহেশ ভাট্ট, অনুরাগ কাশ্যপ, আয়ুষ্মাণ খুরানা, শাবানা আজমি, স্বরা ভাষ্করের মতো তিনিও মনে করেন এই আইন ভারতের সংবিধানের অ'পমা'ন করছে। 

ধর্মের ভিত্তিতে ভারতের মানুষকে আলাদা করে দিচ্ছে। ১৯ তারিখ ক্রান্তি ময়দানের মাঠে বা সোশ্যাল মিডিয়ায় সবসময় তিনি তার বক্তব্যকে সবার সামনে তুলে ধরেছেন। কিন্তু তার পোস্টের উত্তরে বিজেপি ও সিএএ-এর সমর্থকেরা অ'শ্রা'ব্য ভাষায় গা'লাগা'লি করেছেন জাফরিকে। 

এই মসমস্ত অ'পমা'ন সহ্য না করতে পেরে বাধ্য হয়ে জাভেদ জাফরি টুইটার থেকে বিরতি নিলেন। বললেন, এই পরিস্থিতি সুস্থ হয়ে যাওয়ার পর তিনি আবার ফিরবেন।‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে