মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯, ০১:২০:৫৬

'মুসলিম বন্ধুকে রক্ষা করতে আমি গু'লি খেতে প্রস্তুত'

'মুসলিম বন্ধুকে রক্ষা করতে আমি গু'লি খেতে প্রস্তুত'

বিনোদন ডেস্ক:  ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে উত্তপ্ত গোটা দেশ। সাধারণ মানুষ থেকে বলিউড সেলিব্রিটি, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কার্যত ভাগ হয়ে গিয়েছে গোটা দেশ। ফারহান আখতার থেকে স্বরা ভাস্কর কিংবা অনুরাগ কাশ্যপ,এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে রাস্তায় নামছেন বলিউড তারকারাও। এবার সেই তালিকায় যুক্ত হল ।

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভি'ডিও ভা'ইরাল হয়। যেখানে দেখা যায়, একটি অনুষ্ঠানে হাজির হয়ে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ করছেন রাফতার। সেখানে তিনি বলেন, মুসলিম বন্ধু আরশাদ যেভাবে তাঁর খেয়াল রাখেন, তা অন্য কেউ করতে পারে না। তাই, আরশাদকে যদি কেউ ভারত থেকে বের করে দেওয়ার কথা বলেন, তাহলে প্রতিবাদ করবেন তিনি। আরশাদের জন্য গু'লি খেতেও তিনি পিছপা হবেন না বলে স্পষ্ট জানান রাফতার। হিন্দু, মুসলিম, শিখ, খ্রীস্টান সবাই এ দেশে মিলেমিশে বসবাস করবেন বলেও মত প্রকাশ করেন বলিউডের এই গায়ক।

রাফতার আরও বলেন, নাগরিকত্ব সংশোধনী আইনের প্র'তিবাদ তিনি জোর গলায় করবেন। এর ফলে যদি তাঁর কেরিয়ারের ক্ষতি হয়, তাহলে বুঝে নেবেন তিনি। এ পর্যন্ত যা রোজগার করেছেন, তাতে কখনও না খেতে পেয়ে ম'রবেন না। তাই নাগরিকত্ব সংশোধনী আইনের প্র'তিবাদ তিনি সব সময় করবেন বলে স্পষ্ট জানানা রাফতার।

সম্প্রতি নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে রাস্তায় নামেন অনুরাগ কাশ্যপ, স্বরা ভাস্কর, ফারহান আখতাররা। মুম্বাইয়ের রাস্তায় অস্থায়ী মঞ্চ বেঁধে নাগরিকত্ব সংশোধনী আইনের প্র'তিবাদ করতে দেখা যায় ফারহান আখতার, স্বরা ভাস্করদের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে