মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯, ০৮:৫৩:৪৫

সৃজিতকে চুমু, রেগে আগু'ন মিথিলা

সৃজিতকে চুমু, রেগে আগু'ন মিথিলা

বিনোদন ডেস্ক : বিয়ের পর থেকে প্রায় প্রতিদিনই খবরের শিরোনাম হচ্ছেন সৃজিত-মিথিলা। সম্প্রতি শ্বশুরবাড়িতে গরুর মাংস খেয়ে কট্ট'রপ'ন্থীদের রো'ষের মু'খে পড়েছিলেন। এবার আলোচনায় এলেন ভিন্ন কারণে।

৬৬ তম কলকাতা চলচ্চিত্র উৎসবের অনুষ্ঠানে দাদা সাহেব ফালকে পুরস্কার গ্রহণ করেন সৃজিত। পুরস্কারের মঞ্চ থেকে সেলফি পোস্ট করেন তিনি। সঙ্গে ছিলেন মহেন্দ্র সোনি এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত।পুরস্কার পাওয়া এই সিনেমার জন্য পুরোপুরি কৃতিত্ব তিনি দিয়েছেন যীশু সেনগুপ্ত এবং মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডুকে।

জাতীয় পুরস্কার ছাড়াও ২৩টি পুরস্কার পেয়েছে ‘এক যে ছিল রাজা’। ঘুরে এসেছে ৮টি ফেস্টিভ্যাল থেকে। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তুলে ধ'রলেন পদক, মানপত্র এবং জাতীয় পুরস্কার উপলক্ষ্যে প্রকাশিত বিশেষ ক্রোড়পত্রের।

শুভেচ্ছায় ভরে গিয়েছে সৃজিতের সোশ্যাল মিডিয়ার ওয়াল। তাঁকে বিশেষ শুভেচ্ছা জানান যীশু। কমে'ন্টের সঙ্গে পাঠান একগুচ্ছ চু'মুর ইমো'জি। তাই দেখে পরিচালক আবার মজা করে যীশুকে উত্তর দিয়েছেন-তাঁদের এত ভাব ভালোবাসায় এবার কিন্তু মিথিলা রেগে যাচ্ছে। তবে এসব কিছু বাদ দিয়েও ছাপিয়ে গিয়েছে মানুষের ভালোবাসা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে