বুধবার, ০৮ জানুয়ারী, ২০২০, ০৭:৩০:৫৫

আমি আ'ত'ঙ্কি'ত, এটা আমার ভারতের ভিত নয়:‌ দীপিকা পাড়ুকোন

আমি আ'ত'ঙ্কি'ত, এটা আমার ভারতের ভিত নয়:‌ দীপিকা পাড়ুকোন

বিনোদন ডেস্ক : দীপিকা পাড়ুকোন সহ বলিউডের কয়েকজন সেলেবই জেএনইউ পড়ুয়াদের পাশে এসে দাঁড়িয়েছেন। রোববার দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে মুখ ঢেকে গু'ণ্ডা'রা ক্যাম্পাসের ভেতর ঢুকে তা'ণ্ড'ব চালায়, আ'হ'ত হন পড়ুয়ারা। 

মঙ্গলবারই দীপিকা জেএনইউতে গিয়ে প'ড়ু'য়াদের পাশে দাঁড়িয়েছেন এবং জেএনইউএসইউ সভানেত্রী ঐশী ঘোষের সঙ্গেও দেখা করেন। যিনি এই হা'ম'লায় গু'রু'তর আ'হ'ত হয়েছেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাতকার দিতে গিয়ে '‌ছপাক'‌ অভিনেত্রী সম্প্রতি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ‌ও কলেজগুলিতে পড়ুয়াদের ওপর হা'ম'লা নিয়ে কথা বলেন। 

তাকে জেএনইউ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে দীপিকা বলেন, '‌আমি যেটা বলতে চেয়েছিলাম তা আমি দু'‌বছর আগেই যখন পদ্মাবত মুক্তি পেয়েছিল তখন বলেছিলাম। আজ যা দেখছি, তা আমাকে কষ্ট দেয়। আমি আশা করব না যে এটা নতুনভাবে স্বাভাবিক হবে। যেখানে যে কেউ যা কিছু বলতে পারবে এবং সেখান থেকে পালাতে পারবে।। আমি আ'ত'ঙ্কি'ত এবং দুঃ'খি'ত। এটা আমাদের দেশের ভিত নয়।' 

জেএনইউ হা'ম'লা নিয়ে দীপিকা বলেন, '‌যেটা ঘটেছে তার জন্য আমি খুবই ক্ষু'ব্ধ কিন্তু কোনও পদক্ষেপ এখনও নেওয়া হয়নি এটা আরও খা'রা'প।'‌ দিল্লিতে তার পরবর্তী ছবি '‌ছপাক'‌-এর প্রচারে এসেছিলেন দীপিকা, সঙ্গে তার সহ-অভিনেতা বিক্রান্ত মসে। মেঘনা গুলজার পরিচালিত এই ছবিটি অ্যাসিড আ'ক্রা'ন্ত লক্ষ্মী আগরওয়ালকে নিয়ে তৈরি হয়েছে। মঙ্গলবার দীপিকা জেএনইউ আ'ক্রা'ন্তদের সঙ্গে দেখা করার পর বিজেপির তাজিন্দর পাল সিং বগ্গা তার ছবি ব'য়'ক'ট করার আহ্বান জানিয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে