রবিবার, ১২ জানুয়ারী, ২০২০, ০৬:৩১:১৯

বক্স অফিসে অজয়ের 'তনাজি'র কাছে পা'ত্তাই পেল না দীপিকার 'ছপক'

বক্স অফিসে অজয়ের 'তনাজি'র কাছে পা'ত্তাই পেল না দীপিকার 'ছপক'

বিনোদন ডেস্ক : বক্স অফিসে দীপিকার 'ছপক' কে ছা'পিয়ে গেল অজয়-কাজল-সইফ জুটির তনাজি। বক্স অফিসে তনাজির কাছে পা'ত্তাও না ছপক। মাত্র ২ দিনে 'ছপক' এর ব্যবসার পরিমাণ যেখানে ১১.৬৭ কোটি। সেখানে তনাজি-র ব্যবসার পরিমাণ ৩৫.৬৭ কোটি। 

ফিল্ম সমালো'চক তরণ আদর্শ দুটি ছবির দু-দিনের ব্যবসর পরিমাণ টুইট করে জানিয়েছেন। তরণ আদর্শকের দাবি মত শুক্রবার (১০ জানুয়ারি) মুক্তির প্রথম দিন 'ছপক'-এর বক্স অফিস কালে'কশন ছিল ৪.৭৭ আর দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার বক্স অফিস কালে'কশন ছিল ৬.৯০ কোটি টাকা। অর্থাৎ দুদিন মিলিয়ে দীপিকার 'ছপক' এর মোট ব্যবসার পরিমান ১১.৬৭ কোটি টাকা। অন্যদিকে তরণ আদর্শের দাবি মত তনাজি: দ্যা আনসাং ও'য়ারি'য়র এর শুক্রবারের বক্স অফিস কালেকশন ছিল ১৫.১০ কোটি টাকা। শনিবার তনাজির বক্স অফিস কালে'কশন হয় ২০.৫৭ কোটি টাকা। দুদিনের ব্যবসা মিলিয়ে এই ছবির মোট বক্স অফিস কালে'কশন দাঁড়ায় ৩৫.৬৭ কোটি টাকা।

মারাঠা আ'বে'গ জ'ড়ি'য়ে থাকায় মহারাষ্ট্রে তনাজির ব্যবসার পরিমান বেশ ভালো বলেই জানা যাচ্ছে। তবে শুধু মহারাষ্ট্রেই নয়, পূর্ব পঞ্জাব, দিল্লি, উত্তর প্রদেশ, বাংলাতেও তনাজি: দ্যা আনসাং ও'য়া'রিয়রের ৬০-৭০ শতাংশ ব্যবসা করেছে। যেখানে 'ছপক'-এর ব্যবসার পরিমান মাত্র  ৩৫ থেকে ৪০ শতাংশ। জানা যাচ্ছে গো'টা দেশ দু'ড়ে ৪০০০ প্রে'ক্ষাগৃহে মু'ক্তি পেয়েছে অজয়-কাজল-সইফ জুটির এই ছবি। 

প্রসঙ্গত মেঘনা গুলজার পরিচালিত ছবি 'ছপক'-এর উঠে এসে'ছে অ্যা'সি'ড আ'ক্রা'ন্ত লক্ষ্মী আগরওয়ালের জীবনের ঘট'না। অন্যদিকে তনাজি: দ্যা আনসাং ওয়ারিয়র-এ উ'ঠে এসেছে মারাঠা বী'র তনাজি মালসুরের সা'হসিক'তার বী'রগা'থা। জিনিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে