শনিবার, ১৮ জানুয়ারী, ২০২০, ০৫:৩৩:০৪

ব্যাকফুটে ফেলে দিয়েছিলেন দীপিকা, বিজেপির প্রাণ ফেরালেন কঙ্গনা!

ব্যাকফুটে ফেলে দিয়েছিলেন দীপিকা, বিজেপির প্রাণ ফেরালেন কঙ্গনা!

বিনোদন ডেস্ক : 'ছপক' মুক্তি পাওয়ার পর দীপিকা পাড়ুকোনের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। কিন্তু দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-এ গিয়ে ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের সঙ্গে দীপিকার দেখা করা এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো প্রসঙ্গে একেবারেই উল্টো সুর 'কুইন'-এর মুখে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেছেন, 'জেএনইউতে দীপিকার যাওয়া একেবারেই ওর গণতান্ত্রিক অধিকার। ও খুব ভাল করেই জানে, কী করছে, কেন করছে। সে বিষয়ে আমার কোনও মতামত থাকা উচিত নয়। আমি ওকে বলতেও পারিনা যে ওর কী করা উচিত আর কী করা উচিৎ নয়।' 

কিন্তু তিনি হলে কী করতেন? এই প্রশ্নে কঙ্গনার জবাব ছিল, 'আমি অবশই যেতাম না। দাঁড়াতাম না টুকড়ে টুকড়ে গ্যাংয়ের পাশে। যারা দেশ ভাগ করতে চায়, তাদের প্রতি আমার কোনও সহানুভূতি নেই। সেনাকর্মীরা মা'রা গেলে যারা উৎসব করে, তাদের কখনওই আমি ক্ষ'মতায় আনতে চাই না।' বলিউডের একটা অংশের মতে, কঙ্গনা আসলে বিজেপির সুরে কথা বলছেন। 

তাদের মতে, বিজেপিই এত দিন বলে এসেছে সীমান্ত এলাকায় জ'ঙ্গি হা'মলায় কোনও সেনাকর্মী মা'রা গেলেতা 'উদ্‌যাপন' করে জেএনইউসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাম-অতিবাম ছাত্র সংগঠন। এ বার সেই সুরই ধ'রা পড়েছে কঙ্গনার গলায়। গত ১০ জানুয়ারি জেএনইউতে গিয়েছিলেন দীপিকা। তার দুই দিনের মাথাই মুক্তি পেয়েছিল দীপিকা অভিনীত, মেঘনা গুলজার পরিচালিত ছবি 'ছপক'। 

দীপিকার জেএনইউ যাওয়াকে কেন্দ্র করে ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়ায়। ট্রেন্ড উঠেছিল 'আই সাপোর্ট দীপিকা'। পা'ল্টা ট্রেন্ড হয়েছিল 'ব'য়ক'ট ছপক'। এই দুই ট্রেন্ডের টা'নাপড়ে'নে বক্স অফিসে লক্ষ্মীলাভ হয়নি 'ছপক'-এর। স'মালো'চকেরা মনে করেন, ছবি মুক্তির আগে দীপিকার জেএনইউতে যাওয়া 'ব্যাকফা'য়ার' হয়ে লেগেছিল তার গায়ে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে