মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০, ০৭:০১:১২

আফজল গুরুর মৃত্যুর ত'দন্তের দাবি করে বি'তর্কে আলিয়ার মা!

আফজল গুরুর মৃত্যুর ত'দন্তের দাবি করে বি'তর্কে আলিয়ার মা!

বিনোদন ডেস্ক : আফজল গুরুর পক্ষে প্রশ্ন তুলে স'মালো'চনার শি'কা'র হলেন আলিয়া ভাটের মা সোনি রাজদান। সম্প্রতি একটি টুইট করে সোনি দাবি করেছেন, আফজল গুরুকে বলির পাঁঠা বানানো হয়েছিল। তার মৃ'ত্যুর ত'দ'ন্ত হওয়া উচিত। এই দাবি করেই বি'ত'র্কের মুখে পড়েছেন তিনি।

দিন কয়েক আগেই জম্মু ও কাশ্মীরের পুলিশ কর্মকর্তা দেবেন্দ্র সিংকে জ'ঙ্গিদের গাড়ি থেকে উ'দ্ধার করা হয়। দেবেন্দ্রর সঙ্গে জ'ঙ্গি যোগও খুঁ'জে পাওয়া যায়। এমনকী সংসদ ভবনে হা'মলার মূল চ'ক্রী আফজল গুরুর সঙ্গেও দেবেন্দ্রর যোগ ছিল বলে ত'দন্তে উঠে আসছে। উকিলকে লেখা আফজলের একটি চিঠি ঘিরেও কথা উঠছে।

আফজল গুরুকে মৃ'ত্যুদ'ণ্ড দেওয়া হলেও কী ভাবে দেবেন্দ্র সিং ছাড় পেয়ে গেল তা নিয়ে আলোচনা হচ্ছে। এমনকী ২০১৯-এর অগাস্টে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পেয়েছেন দেবেন্দ্র সিং। এই প্রসঙ্গেই টুইট করেছেন সোনি রাজদান।

সোনি লিখেছেন, একজন নির্দো'ষকে যদি ফাঁ'সি দেওয়া হয়, তা হলে তা'কে আবার ফিরিয়ে আনবে কে। তাই মৃ'ত্যুদ'ণ্ড দেওয়ার সময়ে খুব স'ত'র্ক থাকা উচিত। তাই এক সময়ে যে আফজল গুরুকে বলির পাঁ'ঠা বানানো হয়েছিল তার সঠিক ত'দ'ন্ত হওয়া উচিত।

মহেশ ভাটের স্ত্রী তথা অভিনেত্রী সোনি রাজদানের এই টুইটের পরেই স'মালো'চনার ঝড় উঠেছে। প্রসঙ্গত, তিহাড় জেলে ব'ন্দি থাকাকালীন আফজল একটি চিঠি লিখেছিল তার উকিল সুশীল কুমারকে। সেই চিঠিতেই আফজলের অ'ভিযো'গ ছিল দেবেন্দ্র সিংয়ের বি'রু'দ্ধে। আফজলের জানিয়েছিলেন সেই চিঠিতে, দেবেন্দ্র এবং অন্যান্য পুলিশ কর্মকর্তারা অক'থ্য অ'ত্যা'চার চালিয়েছিল এবং জো'র করে তার থেকে টাকা নিয়েছিল। 

এমনকী, আফজল দাবি করেছিল যে, এই দেবেন্দ্র সিংই তাকে সংসদ ভবন হা'ম'লায় যুক্ত একজনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। অভিযোগ ছিল, দেবেন্দ্রই আফজলকে নির্দে'শ দিয়েছিলেন সাংসদ ভবন হা'ম'লাকারীদের জন্য একটি আশ্রয়ের ব্যবস্থা করতে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে