বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০, ০৯:২৪:০৮

আজ নায়ক রাজ রাজ্জাকের জন্মদিন

আজ নায়ক রাজ রাজ্জাকের জন্মদিন

বিনোদন ডেস্ক : বাংলা চলচিত্রের এক উজ্জ্বল নক্ষত্র নায়ক রাজ রাজ্জাক। ষাটের দশকের শেষের দিকে এবং সত্তরের দশকেও তাকে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের প্রধান অভিনেতা হিসেবে বিবেচনা করা হত। আজ এই মহান মানুষটির জন্মদিন।

দর্শকপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিলেন বলে তাকে দেওয়া হয় ‘নায়করাজ’ উপাধি। এ মহান নায়ককে আজও দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে ভক্ত দর্শক কেউই ভোলেননি।

নায়করাজের জন্মদিন ঘিরে চলচ্চিত্রাঙ্গনসহ শোবিজের নানা অঙ্গনের মানুষ তাকে স্মরণ করবেন শ্রদ্ধায়। ব্যক্তিগতভাবে তো বটেই নানা সাংস্কৃতিক-চলচ্চিত্র বিষয়ক সংগঠনগুলোও ভালোবাসায় সিক্ত করবেন প্রয়াত প্রিয় নায়ককে।

কিংবদন্তী নায়ক রাজের ছোট ছেলে খালিদ হোসেন সম্রাট বলেন, ‘আব্বার জন্য শুধু সবার কাছে দোয়া চাই, যেন মহান আল্লাহ তাকে বেহেশত নসিব করেন। এমন একজন বাবার সন্তান হয়ে সবসময়ই আমি গর্ববোধ করি। সন্তান হিসেবে বাবার স্মৃতি নিয়ে যেন সারাটা জীবন ভালোভাবে থাকতে পারি এই দোয়া চাই।’

প্রসঙ্গত, ১৯৪২ সালের ২৩ জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন রাজ্জাক। নিজের জন্মস্থান কলকাতায় সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় মঞ্চ নাটকে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন এবং ১৯৬৬ সালে ১৩ নম্বর ফেকু ওস্তাগার লেন চলচ্চিত্রে একটি ছোট চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বাংলাদেশি চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। এরপর আর পেছনে তাকাতে হয়নি রাজ্জাককে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে