শনিবার, ০১ ফেব্রুয়ারী, ২০২০, ১০:১৮:৫৩

এক থা'প্পড়েই ভে'ঙে গেল অভিনেত্রী তাপসি পান্নুর সংসার!

এক থা'প্পড়েই ভে'ঙে গেল অভিনেত্রী তাপসি পান্নুর সংসার!

বিনোদন ডেস্ক: মাত্র একটা থা'প্পড়েই সব শেষ! সংসার ভে'ঙে বে'রিয়ে এলেন অভিনেত্রী তাপসি পান্নু। সবাই বেশ মজা করছিলেন একটি অফিস পার্টিতে। স্বামীর সঙ্গে সেখানে ছিলেন তাপসিও। কিন্তু হঠাৎ করেই ছোট্ট এক ঝা'মেলার জে'র ধ'রে তাকে থা'প্পড় দিয়ে বসেন স্বামী। ব্যাস, সঙ্গে সঙ্গেই সিদ্ধান্ত নিলেন তিনি স্বামীর সঙ্গে ছা'ড়াছা'ড়ির।

এমন এক গল্পেরই আভাস দেখা গেল ‘থা'প্পড়’ সিনেমার ট্রেলারে। যে ছবি দিয়ে আবারও রুপালি পর্দায় ফিরছেন তাপসি পান্নু।গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) মু'ক্তি পেল ট্রে'লার। এ ছবিতে তাপসিকে একজন গৃহবধূর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।

ট্রে'লারে দেখা যাচ্ছে, অমৃ'তা নামের গৃহবধূ তাপসি। ঘর, সংসার বেশ ভালই চলছিল তার। স্বামীকে নিয়েই তার সমস্ত জগত। সেই জগতটাই ভে'ঙে চু'রমা'র হয়ে যায় স্বামীর অফিস পার্টির দিন। যেখানে বন্ধুদের সঙ্গে পার্টির মাঝে আ'চম'কাই স্ত্রীর গালে থা'প্পড় মা'রেন অমৃতার স্বামী। ওই ঘটনার পরই সংসার ভা'ঙার সিদ্ধান্ত নেন অমৃতা। তিনি কোনওভাবেই আর স্বামীর সঙ্গে থাকবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন।

একটি মাত্র থা'প্পড়ের জন্য কেন সংসার ভা'ঙছেন, সেই প্রশ্ন তাকে বার বার করা হলেও, অমৃতা নিজের সিদ্ধান্তে অন'ড় থাকেন। একটি মাত্র থা'প্পড় হলেও, স্বামী তার গায়ে কেন হাত তুলবেন, তা নিয়ে জে'দি হয়ে উঠেন অমৃতা।

বাবা-মা শাশুড়ি, সমাজ সবাই তাঁকে বোঝালেও, তিনি কোনওভাবেই নিজের সিদ্ধান্ত থেকে স'রে যাননি। শেষ পর্যন্ত একটি থা'প্পড়ই কি শে'ষ করে দেবে অমৃতার সংসার, সেটা অবশ্য সময়ই বলবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে