রবিবার, ০২ ফেব্রুয়ারী, ২০২০, ০৮:৫০:১৭

গুরু'ত্বর অসু'স্থ অবস্থায় আইসিওতে অভিনেতা ঋষি কাপুর

গুরু'ত্বর অসু'স্থ অবস্থায় আইসিওতে অভিনেতা ঋষি কাপুর

বিনোদন ডেস্ক : ক'র্ক'টরো'গকে জয় করে গত বছরই স্ত্রী নিতুকে নিয়ে দেশে ফিরেছিলেন ঋষি কাপুর। নিয়মাবলীর মধ্যে থেকে সুস্থও হয়ে উঠেছিলেন। কিন্তু মাসখানেক ঘুরতেই ফের অসু'স্থ হয়ে পড়লেন বলিউডের প্রবীণ অভিনেতা। শনিবার রাতেই দিল্লির এক হাসপাতালে ভর্তি করা হয়েছে ঋষিকে। অভিনেতার অসুস্থতার নেপথ্যে খলনায়ক দিল্লির দূষণ।

সং'ক্র'মণ জনিত কারণেই হাসপাতালে ভর্তি করা হলেও পরে আইসিওতে নেওয়া হয় ঋষি কাপুরকে। দিল্লীতে তার সঙ্গে রয়েছেন স্ত্রী নীতু কাপুর, ছেলে রণবীর এবং তার গার্লফ্রেন্ড আলিয়া ভাট। এক ঘনি'ষ্ঠ সূত্র মারফত খবর, 'দূষণের জন্যই সংক্রমণ হয়েছে। তারই চিকিত্‍সা চলছে। এখন চিন্তার কোনও কারণ নেই। দিল্লির দূষণের জন্য এই সং'ক্র'মণ বলে মনে করা হচ্ছে।'

কাপুর পরিবারের ঘনি'ষ্ঠ সূত্রে খবর, 'দিল্লিতে দিন কয়েক ধরেই শুটিংয়ের জন্য ছিলেন ঋষি কাপুর। একটি পারিবারিক অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা ছিল তার। তবে হঠাত্‍‍‌ই তাকে হাসপাতালে ভরতি করতে হয়। তার সঙ্গে ছিলেন স্ত্রী নীতু কাপুর। ওদিকে বাবা অসু'স্থ শুনে দিল্লি উড়ে গিয়েছেন রণবীরও।' তবে রণবীর কিন্তু একা যাননি। রণবীরের সঙ্গে আলিয়াও দিল্লি গিয়েছেন।

প্রসঙ্গত, শনিবার কাপুর পরিবারের আত্মীয় আরমান জৈনের মেহেন্দির অনুষ্ঠান ছিল। সেই সুবাদেই দিল্লিতে উড়ে গিয়েছিলেন ঋষি এবং নীতু। তবে, সেখানে বলিউডের তাবড় তারকাদের উপস্থিতি নজর কাড়লেও দেখা যায়নি ঋষি-নীতু, রণবীর কিংবা আলিয়া কাউকেই। তখনই প্রকাশ্যে আসে যে, ঋষি কাপুরের অসু'স্থতার জন্যই ওই অনুষ্ঠানে আসতে পারেননি তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে