বিনোদন ডেস্ক : যে কোনও বিষয়ে তার মুখ খোলা যেন বিধান হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি করোনা ভাইরাস নিয়ে মন্তব্য করেছেন রাখি সাওয়ান্ত। তিনি নাকি নাসার মা'রণা'স্ত্র নিয়ে এই ভাই'রাস খ'ত'ম করতে চীনে যাচ্ছেন। করোনা ভাই'রাস হ'ত্যা করে তবেই দেশে ফিরবেন বলে বিস্ফো'রক দাবি করেন রাখি।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন রাখি সাওয়ান্ত। যেখানে তিনি দাবি করেন, করোনা ভাই'রাসকে খ'তম করতে চীনে উড়ে যাচ্ছেন তিনি। করোনা ভাই'রাসকে শেষ না করে তিনি দেশে ফিরবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন।
এরপরই নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে রাখি বলেন, প্রধানমন্ত্রীসহ গোটা দেশের মানুষ যেন তার জন্য প্রার্থনা করেন। প্রত্যেকের প্রার্থনা পেলে তবেই চীন থেকে করোনাকে শেষ করে তিনি দেশে ফিরতে পারবেন বলে মন্তব্য করেন। এসবের সঙ্গে রাখি আরও দাবি করেন, নাসা থেকে বিশেষ মা'রণা'স্ত্র তিনি নিয়ে এসেছেন। নাসার সেই মা'রণা'স্ত্র দিয়েই চীনের করোনা ভাই'রাসকে শেষ করা হবে বলে দাবি করেন রাখি। সূত্র : জিনিউজ।