বুধবার, ০৫ ফেব্রুয়ারী, ২০২০, ০৪:৫৪:০৯

মুসলিমদের ক্ষতি হলে সবার আগে আমিই প্রতিবাদ করব : রজনীকান্ত

মুসলিমদের ক্ষতি হলে সবার আগে আমিই প্রতিবাদ করব : রজনীকান্ত

বিনোদন ডেস্ক : সংশো'ধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে বিক্ষোভ চলছে দেশ জুড়ে। তা নিয়ে এ বার কেন্দ্রের সুরেই গলা মেলালেন সুপারস্টার রজনীকান্ত। তার দাবি, এই আইন একেবারেই মুসলিম বিরো'ধী নয়। যদি কোনও মুসলিম ক্ষতির সম্মুখীন হন, তাহলে তিনিই সবার আগে প্র'তিবা'দ করবেন।

বুধবার চেন্নাইয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রজনীকান্ত বলেন, ''সিএএ নিয়ে মুসলিমদের কোনও ভয় নেই। তারা কোনও সম'স্যার সম্মুখীন হলে, সবার আগে আমিই তাদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করব। দেশভাগের পরেও যারা এ দেশে থেকে গিয়েছিলেন, তাদের কীভাবে বার করে দেওয়া হবে?''

সিএএ-র বিরুদ্ধে গত মাস দুয়েক ধরে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ চলছে। তা নিয়ে আগেও অসন্তোষ রজনীকান্ত। তার অভিযোগ, নিজেদের স্বার্থ চরিতার্থ করতে কিছু রাজনৈতিক দল বিক্ষো'ভে মদত দিচ্ছে। তাই বিষয়টি নিয়ে ঠিক মতো পড়াশোনা করে তবেই বিক্ষো'ভ দেখানো উচিত বলে মনে করেন তিনি।

রজনী বলেন, ''সিএএ নিয়ে কোনও ভারতীয়কে সমস্যায় পড়তে হবে না বলে আশ্বস্ত করেছে সরকার। নিজেদের স্বার্থ চরিতার্থ করতে বিক্ষো'ভে উ'স্কা'নি দিচ্ছে কিছু রাজনৈতিক দল। শিক্ষার্থীদের কাছে আমার আর্জি, বিষয়টি নিয়ে অধ্যাপকদের সঙ্গে আলোচনা করে তবেই প্রতি'বাদে নামুন।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে