বুধবার, ০৫ ফেব্রুয়ারী, ২০২০, ১০:০৭:০৮

শহীদ বীর তিতুমীরকে নিয়ে চলচ্চিত্র, মূখ্যচরিত্রে নিরব

শহীদ বীর তিতুমীরকে নিয়ে চলচ্চিত্র, মূখ্যচরিত্রে নিরব

বিনোদন ডেস্ক : ব্রিটিশ বিরো'ধী আন্দো'লনের অন্যতম বীর সৈনিক তিতুমীর। যাকে নিয়ে সিনেমা তৈরি করতে যাচ্ছেন পরিচালক ডায়েল রহমান। সিনেমাটিতে তিতুমীরের চরিত্রে দেখা যাবে জনপ্রিয় চিত্রনায়ক নিরবকে। গত ২ ফেব্রুয়ারি 'তিতুমীর' ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলে নিশ্চিত করেছেন নিরব।

তিনি বলেন, 'ক্যারিয়ারে অনেক চরিত্রেই কাজ করেছি। তবে বিপ্লবী তিতুমীর হিসেবে নিজেকে দেখতে পারাটা দারুণ একটি ব্যাপার। এটা স্বপ্নের চরিত্র, তাই সিনেমাটি আমার জন্য স্বপ্নের কাজ হিসেবেই ধরা দিলো। আমি চেষ্টা করবো বীর তিতুমীরকে সঠিকভাবে ধারণের জন্য।'

তিতুমীর' ছবির চিত্রনাট্য করছেন আবদুল্লাহ জহির বাবু। ছবিটি শিশির কথাচিত্রের প্রযোজনায় নির্মিত হবে। চিত্রনাট্যের কাজ শেষের পথে। সিনেমার শুটিং হবে এপ্রিল, জুন ও জুলাইতে। এ সিনেমার নায়ক হিসাবে নিরবকে ঠিক করা হলেও এখনো অন্যান্য চরিত্রের মুখ চূড়ান্ত হয়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে