বিনোদন ডেস্ক : দাউদ ইব্রাহিমের সঙ্গে অনিল কাপুরের যোগাযোগ নিয়ে বহুদিন আগের মিডিয়া-হাইপ আজও ভুলতে পারেনি বলিউড। বলিউডের একাধিক তারকার সঙ্গে নব্বইয়ের দশকে দাউদের যোগ নিয়েও মিডিয়ার আতস কাঁচ গভীর হতে থাকে। একটি ছবিতে অনিল কাপুরের সঙ্গে দাউদকে একটি ক্রিকেট মাঠে দেখতে পাওয়া যায়।
সেই ছবি নিয়ে আ'ন্ডারও'য়ার্ল্ডের সঙ্গে বলিউডে যোগ ঘিরে বি'ত'র্ক ওঠে। এখন প্রায় এক যুগ পরে সেই ঘটনা নিয়ে মুখ খুললেন অনিল কন্যা সোনম কাপুর। একটি কটা'ক্ষের টুইটের জবাব দিতে গিয়ে সোনম লেখেন, সেই সময় রাজ কাপুর ও কৃষ্ণা কাপুরের সঙ্গে ক্রিকেট ম্যাচ দেখতে গিয়েছিলেন অনিল কাপুর। মূলত, কাশ্মীর নিয়ে কিছুদিন আগেই সোনম মুখ খোলেন।
যার প্রে'ক্ষাপটে এক ব্যক্তি তাকে অনিল কাপুরের সঙ্গে দাউদের যোগ নিয়ে প্রশ্ন করাতেই এমন জবাব দেন সোনাম। বলিউডে কান পাতলেই শোনা যায় যে মোদির প্রতি ঘনি'ষ্ঠতা অনিল কাপুরের বেশি। আর তারই মেয়ে সোনম কিন্তু মোদির চ'র'ম বিরো'ধী। আর সেই সূত্র ধরেই টুইটারে এমন জো'র বি'ত'র্ক শুরু হয়।