বিনোদন ডেস্ক : জোরদার প্রেমের হাওয়া বইছে বলিউডে। ভ্যালেনটাইনস ডে-র আগে তাই জোড়া খুশির খবর। রণবীর কাপুর-আলিয়া ভাটের বিয়ের খবরের পর প্রেম নিয়ে মুখ খুললেন ভিকি কৌশল! ক্যাটরিনা কাইফের সঙ্গে ঠিক কী সম্পর্ক তার? প্রেম সপ্তাহের শুরুতে সেই রহস্য ফাঁস করলেন অভিনেতা।
প্রেমের জোয়ারে ভাসতে ভাসতে ভিকি উবাচ, দারুণ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। খুব ভালো সময় এসেছে তার জীবনে! অর্থাৎ, ভরা বসন্তে ভিকি-ক্যাটেন প্রেম জমে কুলপি? তাহলে ডেটিংয়ের কথাও সত্যি? ভিকি অবশ্য বুদ্ধিমানের মতো উত্তর দিয়েছেন, সব কথা জানালে এটাও সত্যিই বলবেন তিনি। কারণ, একটা মিথ্যে ঢাকতে হাজারটা মিথ্যা বলতে হয়।
তারপরেই বিস্ফো'রক ভিকি, কিছু বিষয় প্রকাশ্যে না আনাটাই বোধহয় ভালো। ব্যক্তিগত শব্দটাই তাহলে অভিধান থেকে উঠে যাবে। এবং তিনি মনেও করেন না, কার সঙ্গে কোথায় যাবেন তাই নিয়ে কাউকে জানানোর বা কৈ'ফিয়ত দেওয়ার কিছু আছে। কী বলবেন, কতটা বলবেন, জানেন তিনি। তাই খামোখা মিথ্যা বা রং চড়িয়ে কথা বলতে চান না।
পাশাপাশি তিনি এও স্বী'কার করেন, প্রেম দরকার জীবনে। প্রেম এলে তার হাত ধরে আরও অনেক কিছুই আসে। কারণ, প্রেম-ভালোবাসা ইতিবাচক অনুভূতি। মন ভালো থাকলে, মনের মতো সঙ্গী পাশে থাকলে হাজার সম'স্যার সমাধান হয়ে যায় সহজেই। আপাতত তিনি ব্যস্ত আগামী ছবি ভূত: দ্য হন্টেড শিপ-এ দেখা যাবে তাকে। ছবির টিজার, ট্রেলার দেখেই ভ'য়ের শির'শিরা'নি অনুভব করেছেন অনেকেই।