মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০, ১২:৩৯:৪৬

মাথায় ব'ন্দুকের আ'ঘা'ত, কপাল ফাটল নোরা ফাতেহির

মাথায় ব'ন্দুকের আ'ঘা'ত, কপাল ফাটল নোরা ফাতেহির

বিনোদন ডেস্ক : সিনেমায় অ্যা'ক'শন দৃশ্যে অভিনয় করতে গিয়ে কপাল ফা'টল বলিউড সেনসেশন নোরা ফাতেহির। সম্প্রতি ভোপালে 'ভুজ : দ্য প্রাইড অব ইন্ডিয়া'র শুটিংয়ে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। কপাল ফাটার পরও শুটিং চালিয়ে যান নোরা। খবর জিনিউজের।

নোরা জানান, 'ভুজ : দ্য প্রাইড অব ইন্ডিয়া' ছবিটি অ্যা'ক'শন ধর্মী। বেশ কয়েকটি অ্যা'ক'শন দৃশ্যে তাকে অভিনয় করতে হয়েছিল। একটি দৃশ্যে তার কোনো সহ-শিল্পী ভু'লব'শত হাতে থাকা ব'ন্দু'কটি নোরার দিকে ছুড়ে মারেন। সেটি সো'জা গিয়ে লাগে নোরার কপালে। সঙ্গে সঙ্গে কপাল ফেটে যায়। র'ক্তও বের হয়। পরে কপালে ব্যা'ন্ডেজ করতে হয়।

কপাল ফাটার পরও শুটিং চালিয়ে যান নোরা। কারণ পরিচালকের হাতে সময় খুব কম ছিল। ছবিটি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন, সোনাক্ষী সিনহা, সঞ্জয় দত্ত প্রমুখ। এদিকে কিছুদিন আগেই মুক্তি পেয়েছে নোরা অভিনীত 'স্ট্রিট ডান্সার থ্রিডি'। বক্স অফিসে সাফল্যের হাসি হেসেছে ছবিটি।

নোরা ফাতেহি একজন কানাডিয়ান নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী। তিনি এসেছেন এক মরোক্কান-কানাডিয়ান পরিবার থেকে এবং বেড়ে উঠেছেন কানাডায়। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি 'হৃদয়ে ভারতীয়' বলে নিজেকে অভিহিত করে থাকেন। রোয়ার:টাইগার্স অব দ্য সুন্দরবনস চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার বলিউডে অভিষেক ঘটেছিল। তিনি তেলুগু চলচ্চিত্র টেম্পার, বাহুবলী ও কিক-২ চলচ্চিত্রে আইটেম গানে পারফর্ম করে জনপ্রিয়তা অর্জন করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে